ফেসবুক প্রাইভেসি পলিসি এবার থেকে আরও বেশি ইউসার ফ্রেন্ডলি

নিজেদের প্রাইভেসি পলেসিকে আরও বেশি ইউসার ফ্রেন্ডলি করল ফেসবুক। আগে প্রাইভেসি সেটিংসের জন্য ৯,০০০ শব্দের মধ্যে দিয়ে যেতে হত। এখন থেকে মাত্র ২,৭০০ শব্দেই সেই কাজ সেরে ফেলা যাবে।

Updated By: Nov 14, 2014, 01:25 PM IST
ফেসবুক প্রাইভেসি পলিসি এবার থেকে আরও বেশি ইউসার ফ্রেন্ডলি

ওয়েব ডেস্ক: নিজেদের প্রাইভেসি পলেসিকে আরও বেশি ইউসার ফ্রেন্ডলি করল ফেসবুক। আগে প্রাইভেসি সেটিংসের জন্য ৯,০০০ শব্দের মধ্যে দিয়ে যেতে হত। এখন থেকে মাত্র ২,৭০০ শব্দেই সেই কাজ সেরে ফেলা যাবে।

এর সঙ্গেই ফেসবুক প্রাইভেসি বেসিকস নামের একটি অ্যানিমেটেড গাইডকেও নিয়ে এসেছে। এই গাইড আপনার কোন কোন পোস্ট অন্যরা দেখতে অয়াবে, অন্যরা কীভাবে আপনার সঙ্গে ইন্টার‍্যাক্ট করবে এবং আপনি কী দেখতে পাবেন সেই সব কিছুই নিয়ন্ত্রণ করবে। ''আমাদের উদ্দেশ্য ফেসবুক সম্পর্কে সব ইনফরমেশন যত দূর সম্ভব পরিচ্ছন্ন রাখার। আমরা আশা করি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে বেশি সময় ব্যয় হবে না।'' জানিয়েছেন ফেসবুকের চিফ প্রাইভেসি অফিসার এরিন ইগান।

নতুন পলিসিতে “What kinds of information do we collect?” ও “How can I manage and delete information about me?” -এর মত প্রশ্নও আছে।

এই প্রশ্নগুলির উত্তর লিস্ট করে এই পলিসির মধ্যেই দেওয়া আছে।

চলতি সপ্তাহধরে ইউসারদের কাছ থেকে এই পলিসি সংক্রান্ত কমেন্ট সংগ্রহ করবে ফেসবুক। সেই কমেন্টের রিভিউ করার পর আগামী মাসের মধ্যেই নয়া প্রাইভেসি পলিসির ফাইনাল ভার্সান নিয়ে আসবে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট।

 

.