কখনও মেঘের ওজন কত, হিসেব রেখেছেন!

মেঘ তো রোজ মাথার উপর ভাসে। দিব্যি দেখেন। বৃষ্টির অপেক্ষা করেন। আর গুনগুনিয়ে ওঠেন, কালে মেঘা, কালে মেঘা, পানি তো বরসাও...। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি, মেঘের ওজন কেমন?

Updated By: Dec 8, 2015, 12:35 PM IST
কখনও মেঘের ওজন কত, হিসেব রেখেছেন!

ওয়েব ডেস্ক: মেঘ তো রোজ মাথার উপর ভাসে। দিব্যি দেখেন। বৃষ্টির অপেক্ষা করেন। আর গুনগুনিয়ে ওঠেন, কালে মেঘা, কালে মেঘা, পানি তো বরসাও...। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি, মেঘের ওজন কেমন?
মেঘ থাকে তো আপনার মাথার উপরে। কিন্তু সে কি আদৌ হালকা নাকি তারও বেশ ওজন রয়েছে। যতটা স্লিম তাকে দেখতে লাগে, আসলে কিন্তু বিষয়টা মোটেই তেমন নয়। বরং, ধোকা।
আবার এটাও তো ঠিক, যে মেঘের মধ্যে আসলে জমে রয়েছে জল। আর জলের তো ওজন অনেক। তাহলে অত ভারী জিনিসটা আকাশে ভেসে থাকে কীভাবে!
আসলে প্রতি কিউবিক মিটার মেঘে ০.৫ থেকে ১ গ্রাম জল থাকে। অর্থাত্‍ যদি কোনও মেঘ লম্বায় ১ কিমি, চওড়ায় ১ কিমি আর পুরু ১ কিমি হয়, তাহলে তাতে জল থাকবে ৫০০ মিলিয়ন গ্রাম। অর্থাত্‍ ৫৫১ টন জল! বুঝতে কষ্ট হচ্ছে, ৫৫১ টন জল মানে ঠিক কতটা ওজন? তাহলে উদাহরণ দিলে বোঝা সুবিধা হবে। ৫৫১ টন ওজন মানে প্রায় ১০০ টা হাতির সমান ওজন। তার বেশি হতে পারে। কিন্তু কম হবে না।
এবার আপনার প্রশ্ন হতে পারে, যদি ১০০টা হাতির সমান ওজন হয়, তাহলে সেগুলো মাথার উপর ভাসে কীভাবে?
খুব সহজে। কারণ, মেঘ অনেকটা জায়গায় ছড়িয়ে থাকে।

 

.