আকাশে উড়তে উড়তে প্রেমিকাকে প্রেম নিবেদন করলেন যুবক
'Fly wing to wing'। এক চিনা প্রবাদ। চিনা ভাষায় বলা হয় বাই ওয়াই শুয়াং ফেই (bi yi shuang fei)। এই প্রবাদের তাৎপর্য হল, প্রেম যুগল একে অপরকে ভালবাসেন এবং সারাজীবন দুজন দুজনের সঙ্গী থাকে। চিনে এই প্রবাদ বেশ প্রচলিত। যুবক-যুবতীরা বিশ্বাস করেন 'Fly wing to wing'-এ প্রেম নিবেদন সারাজীবন সম্পর্ককে বাঁচিয়ে রাখে।
ওয়েব ডেস্ক: 'Fly wing to wing'। এক চিনা প্রবাদ। চিনা ভাষায় বলা হয় বাই ওয়াই শুয়াং ফেই (bi yi shuang fei)। এই প্রবাদের তাৎপর্য হল, প্রেম যুগল একে অপরকে ভালবাসেন এবং সারাজীবন দুজন দুজনের সঙ্গী থাকে। চিনে এই প্রবাদ বেশ প্রচলিত। যুবক-যুবতীরা বিশ্বাস করেন 'Fly wing to wing'-এ প্রেম নিবেদন সারাজীবন সম্পর্ককে বাঁচিয়ে রাখে।
সঙ্গীকে সারা জীবনের বন্ধনে আবদ্ধ রাখতে চিনের হুনান প্রদেশের বাসিন্দা স্নাতক ছাত্র হেংইয়াং 'Fly wing to wing'-এর স্বপ্ন পূরণ করলেন। রবিবার আকাশে উড়তে উড়তেই নিজের প্রেমিকাকে প্রেম নিবেদন করলেন এই প্রেমিক যুবক। আকশে উড়ান শুরু হতেই গান গেয়ে নিজের প্রেমিকাকে প্রেমের প্রস্তাব দিলেন হেংইয়াং। প্রেমিক বলেন আমি তোমাকে ভালবাসি, তুমি কি আমাকে ভালবাস? উত্তরে প্রেমিকা জানালেন, 'আই ডু'(I do)।
কি এই 'Fly wing to wing'?
একটি চার্টার প্লেনে করে উড়বেন প্রেমিক-প্রেমিকা। প্লেন চালাবেন নির্দিষ্ট চালক। সেখানেই একে অপরকে প্রেম নিবেদন করবেন প্রেম যুগল।