সোনার দামে রেকর্ড পতন, শনিবার কত হল দাম?

গত বছর আগস্টে সোনার দামে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তর

Updated By: Mar 13, 2021, 02:26 PM IST
সোনার দামে রেকর্ড পতন, শনিবার কত হল দাম?

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ আট মাসে প্রায় ১২ হাজার টাকা দাম কমল সোনার । শনিবার সোনার দাম (Gold Price) কমল অনেকটাই । শনিবার (Saturday) ২২ ক্যারেট সোনার দাম ১ গ্রামে ৪৪২৯ টাকা, ১০ গ্রামে ৪৪,২৯০ টাকা। শুক্রবারে যা ছিল ২২ ক্যারাট সোনার দাম ১ গ্রামে ৪৪৩০ টাকা, ১০ গ্রামে ৪৪,১৭০ টাকা। হলমার্ক যুক্ত ২২ ক্যারেট সোনার গয়নার ১০ গ্রামের দাম ৪৩,৪০০ টাকা। 

আরও পড়ুন: দাম্পত্য কলহের সৃষ্টি হতে পারে বৃষের, পড়ুন রাশিফল

চলতি মাসে ২ তারিখ , কলকাতায় (Kolkata) ২২ ক্যারাট ও ২৪ ক্যারাটের মোট সোনার দামে পতন হয়েছিল ২০,০০০ টাকা। ৪ মার্চ ২২ ক্যারাট ও ২৪ ক্যারাটের মোট সোনার দামে পতন হয়েছিল ১৪ হাজার টাকা। গত ৯ মার্চ ২০২১, কলকাতায় ২২ ক্যারাট ও ২৪ ক্যারাটের মোট সোনার দামে পতন হয়েছিল ১২ হাজার টাকা। এ বছরের শুরুর তুলনায় হিসেব করলে ১০ গ্রামে প্রায় ৬ হাজার টাকা দাম কমেছে সোনার। 

আরও পড়ুন: BJP-তে যোগ 'অপরাধ'! অভিনেতাকে নাটক থেকে ছাঁটলেন 'অসহিষ্ণু' বাম Sourav Palodhi

প্রসঙ্গত, গত বছর আগস্টে সোনার দামে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তর। প্রায় ৫৬,২০০ ছুঁয়েছিল সোনার দাম। তবে দাম কমায় কিছুটা হলেও হাসি ফুটেছে মধ্যবিত্তের মুখে।

.