প্লেনের ওঠা-নামার সময় 'উইন্ডো শেড' খোলা রাখতে বলা হয় কেন জানেন?

Updated By: Apr 13, 2016, 05:04 PM IST
প্লেনের ওঠা-নামার সময় 'উইন্ডো শেড' খোলা রাখতে বলা হয় কেন জানেন?

বিমানে সফর করলে অবশ্যই মনে থাকবে, বারবার বিমানসেবিকা (এয়ারহোস্টেস)-রা অনুরোধ করেন টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় উইন্ডো শেড খোলা রাখতে। এতে হয়তো প্লেনের যাতিরীদের মধ্যে কেউ কেউ বিরক্ত হন। তবু সবাই অনুরোধ মেনে প্লেনের উইন্ডো শেড বা জানলার কাচের ওপর থাকা ঢাকা তুলে দিই। এর কারণগুলো জেনে নিন--

১) জানলার শেড খোলা রাখলে কেবিন ক্রিউ বা বিমানের কর্মী, সেবিকারা এমার্জেন্সি বা বিপদের সময় বাইরে পরিবেশটা দেখতে পারেন। বাইরেটা থেকে তারা সিদ্ধান্ত নেন কোন দরজা দিয়ে যাত্রীদের বের করা অপেক্ষাকৃত নিরাপদ হবে। জানলা সম্পূর্ণ বন্ধ থাকলে বিপদের সময় খুব অসুবিধায় পড়তে হবে।

২) এর্মাজেন্সির সময় বাইরে থেকেও প্লেনের ভিতরটা দেখতে পাওয়া গেলে উদ্ধারে সুবিধা হবে।

৩) জানলার শেড খোলা থাকলে প্লেনের বাইরে যদি কোনও বিপদসঙ্কেত পান যাত্রীরা সেটা কেবিন ক্রুদের জানাতে পারবেন। অনেক সময়ই দেখা যায় ইঞ্জিনে আগুন, বা ইঞ্জিন ড্রপ অফের মত সমস্যাটা যাত্রীদের চোখেই পড়ে। উইন্ডো শেড বন্ধ থাকলে সেটা বোঝা যাবে না।

 

৪) প্লেনের ওঠা-নামার সময় ভিতরের সব আলো বন্ধ করে দিতে হয়। তাই উইন্ডো শেড খোলা রাখলে বাইরের আলো এসে প্লেনের ভিতরের অন্ধকারভাবটা কিছুটা কাটায়।

৫) এমার্জেন্সি বা বিপদের সময় জানলা দিয়ে কেবিন ক্রু বা বিমানসেবিকারা বুঝকে পারেন বিমানটির অবস্থান। মানে বিমানটি জল, কাদা, পাথর, নাকি জঙ্গল, জনপদে রয়েছে। সেই অনুসারে তারা উদ্ধারের সিদ্ধান্ত নেন।

৬) জানালার শেড খোলা থাকলে যাত্রীদের উদ্বেগ, টেনশন কমে। প্লেন কোন দিকে বাঁক নিচ্ছে দেখতে পেলে গা গোলানোভাবটাও কমে।

 

.