মানুষের মতই সুরেলা গান গায় হারমিট থ্রাশ
যদি ভেবে থাকেন গান শুধু মানুষেরই অনন্য এক বৈশিষ্ট্য তাহলে আর একবার ভেবে দেখুন ! গতুন এক গবেষণায় দেখা গেছে পাখিরা যেমন মানুষের কথা বলার মতই কিছু শব্দের মাধ্যমে নিজেদের মধ্যে মতের আদান প্রদান করতে পারে তেমনই গুন গুন করে গাইতেও পারে।
ওয়েব ডেস্ক: যদি ভেবে থাকেন গান শুধু মানুষেরই অনন্য এক বৈশিষ্ট্য তাহলে আর একবার ভেবে দেখুন ! নতুন এক গবেষণায় দেখা গেছে পাখিরা যেমন মানুষের কথা বলার মতই কিছু শব্দের মাধ্যমে নিজেদের মধ্যে মতের আদান প্রদান করতে পারে তেমনই গুন গুন করে গাইতেও পারে।
উত্তর আমেরিকার গাইয়ে পাখি হারমিট থ্রাশ মানুষের তৈরি কম্পোজিশনের মতই সুরেলা সিরিজে গান করতে পারে।
এই গবেষণায় দেখা গেছে হারমিট থ্রাশদের গানের ৭০%-ই অঙ্কের রেশিও অনুযায়ী হয়।
পুরুষ হারমিট থ্রাশরা কেন সুরে গান করে তারই অনুসন্ধানে এখন ব্যাস্ত বিজ্ঞানীরা। অনেকের মতে সঙ্গিনীকে আকর্ষণ করতেই সুরেলা গান করে তারা।
মানুষ সৃষ্টি সঙ্গীতের উপর পারিপার্শ্বিক জীব জগতের প্রভাব কতটা, তা খুঁজে পেতেও পথ দেখাবে এই গবেষণা।