রাজবাড়িতে এল নতুন রাজকন্যা
প্রতীক্ষা শেষ। এসে গেল রয়্যাল বেবি। শনিবার একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন রানির নাতবৌ ডাচেস অফ কেমব্রিজ কেট মিডলটন। ব্রিটিশ রাজপরিবারে গুরুত্বের তালিকায় তার স্থান এখন চতুর্থ।
ওয়েব ডেস্ক: প্রতীক্ষা শেষ। এসে গেল রয়্যাল বেবি। শনিবার একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন রানির নাতবৌ ডাচেস অফ কেমব্রিজ কেট মিডলটন। ব্রিটিশ রাজপরিবারে গুরুত্বের তালিকায় তার স্থান এখন চতুর্থ।
শনিবার কিংসটন প্যালেসে বিবৃতিতে জানানো হয়েছে, "সকাল ৮টা ৩৪ নাগাদ ডাচেস অফ কেমব্রিজ নিরাপদে একটি শিশুকন্যার জন্ম দিয়েছেন।" প্রিন্স উইলিয়ামস ও কেট মিডলটনের প্রথম সন্তান জর্জের বয়স এখন ২। এই প্রথম রাজবাড়ির প্রথা ভেঙে টুইটারে প্রকাশ করা হল প্রিন্স উইলিয়াম, কেট মিডলটনের দ্বিতীয় সন্তানের জন্মের খবর। টুইটারে ঘোষাণার পাশাপাশি নবজাতকের অন্যান্য খবর যেমন, জন্মের সময়, লিঙ্গ সবকিছু প্রকাশ করা হয়েছে বার্মিংহ্যাম প্যালেসের গেট অফ আইলের পিছনে। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনেই এইবার নবজাতককে আমন্ত্রণ জানাল ব্রিটেনের রাজ পরিবার।