অনলাইনে দেখে নিন লক্ষীপুজোর রীতিনীতি

আজ কালীপুজো। আলোর রোশনাই চতুর্দিকে। আলোর রোশনাই এবং বাজির গন্ধ যেন মিলে মিশে তৈরি করেছে এক নস্টালজিক পরিবেশ। কালী পুজোর সঙ্গে চলবে ধনদেবীর আরাধনাও। সংসারের মঙ্গল কামনায় অলক্ষীকে বিদায় জানিয়ে লক্ষীকে আহ্বান জানানোর পালা আজ।

Updated By: Nov 10, 2015, 03:09 PM IST
অনলাইনে দেখে নিন লক্ষীপুজোর রীতিনীতি

ওয়েব ডেস্ক: আজ কালীপুজো। আলোর রোশনাই চতুর্দিকে। আলোর রোশনাই এবং বাজির গন্ধ যেন মিলে মিশে তৈরি করেছে এক নস্টালজিক পরিবেশ। কালী পুজোর সঙ্গে চলবে ধনদেবীর আরাধনাও। সংসারের মঙ্গল কামনায় অলক্ষীকে বিদায় জানিয়ে লক্ষীকে আহ্বান জানানোর পালা আজ।

কিন্তু এই উৎসবের মুহূর্তে যারা আছেন ঘর থেকে দূরে অথবা এমন কোনও জায়গাতে যেখানে পালিত হয় না এই পুজো। তাঁরা হয়ত বাড়িতেই পুজো করবেন বলে মনে করছেন, কিন্তু জানেন না পুজোর রীতিনীতি। তাঁদের জন্য আছে এক সুখবর। পুজোর রীতি জানতে আর কিনতে হবে না কোনও বই। অথবা ইন্টারনেট ঘেঁটে বের করতে হবে না পুজোর সাইট। নিচের লিঙ্কে ক্লিক করলেই জেনে যাবেন পুজোর রীতিনীতি। তাহলে আর দেরি কেন পুরোহিত না ডেকে, বই না কিনে নিজেই করে ফেলুন লক্ষী পুজো।

নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিন পুজোর রীতিনীতি গুলি.........

http://zeenews.india.com/diwali09/video_popup.html?v=1

.