পেশীর কর্মক্ষমতা বাড়িয়ে তোলে `লভ হরমোন` অক্সিটোসিন

ভালবাসার মানুষটিকে দেখলেই আপনার মনে আবেগের যে স্রোত বয় তার পিছনে কিন্তু অক্সিটোসিন নামের একটি হরমোন বহুলাংশে দায়ি। ভালবাসার মামলায় সদা সক্রিয় এই অক্সিটোসিন `লভ হরমোন` নামেই খ্যাত। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে শুধু প্রেম নয় বৃদ্ধ পেশীকে আবার তরতাজা করে তুলতে, তার কর্ম ক্ষমতা ফিরিয়ে আনতে অক্সিটোসিনের জুড়ি মেলা ভার।

Updated By: Jun 12, 2014, 01:18 PM IST

ভালবাসার মানুষটিকে দেখলেই আপনার মনে আবেগের যে স্রোত বয় তার পিছনে কিন্তু অক্সিটোসিন নামের একটি হরমোন বহুলাংশে দায়ি। ভালবাসার মামলায় সদা সক্রিয় এই অক্সিটোসিন `লভ হরমোন` নামেই খ্যাত। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে শুধু প্রেম নয় বৃদ্ধ পেশীকে আবার তরতাজা করে তুলতে, তার কর্ম ক্ষমতা ফিরিয়ে আনতে অক্সিটোসিনের জুড়ি মেলা ভার।

অক্সিটোসিন মাতৃত্বকালীন পুষ্টি, সামাজিক সম্পর্ক স্থাপন, শিশু জন্ম ও যৌন ক্রীড়ার সমইয় অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার সঙ্গে সঙ্গেই পেশীর কার্য ক্ষমতা বজায় ও মেরামতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এই হরমোন।

ক্যান্সারের সম্ভাবনা কমিয়ে দিয়ে ক্ষতিগ্রস্থ, বয়স্ক পেশী কোষের মেরামতি করে অক্সিটোসিন।

বয়সের সঙ্গে স্তন্যপায়ী প্রাণীদের দেহে অক্সিটোসিনের পরিমাণ কমতে থাকে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এক দল বয়স্ক ইঁদুরের দেহে বাইরে থেকে অক্সিটোসিন প্রয়োগ করে দেখেছেন ইঁদুরগুলির ক্ষতিগ্রস্থ পেশীগুলি আসতে আস্তে সেরে উঠছে। বৃদ্ধ পেশীর কর্মক্ষমতাও বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ।

অক্সিটোসিন এমন একটি হরমোন যা দেশের বিভিন্ন অঙ্গগুলির মধ্যে অতি সহজে ছড়িয়ে পড়ে। এই আবিষ্কার চিকিৎসা শাস্ত্রে হরমোন রিপলেসমেন্ট থেরাপিকে বেশ কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেল।

.