গাঁজা খাওয়া অন্যান্য নেশার থেকে ভাল বলছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

মারিজুয়ানা খাওয়া ভাল না এটা ঠিক। কিন্তু কোনও কিশোর বা তরুণ মারিজুয়ানা খেলে সেটা অপরাধ বললে ভুল হবে, এমনটাই মত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক কেভিন হিলের।

Updated By: Oct 17, 2015, 10:03 PM IST
 গাঁজা খাওয়া অন্যান্য নেশার থেকে ভাল বলছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

ওয়েব ডেস্ক: মারিজুয়ানা খাওয়া ভাল না এটা ঠিক। কিন্তু কোনও কিশোর বা তরুণ মারিজুয়ানা খেলে সেটা অপরাধ বললে ভুল হবে, এমনটাই মত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক কেভিন হিলের।
মারিজুয়ানা আমাদের দেশের একপ্রকার গাঁজাই। হিল অনেক পরীক্ষা করে জানিয়েছেন, যারা মারিজুয়ানা সেবন করেন, তাঁরা পরবর্তীকালে মারিজুয়ানাই খোঁজেন খাবার জন্য। সাধারণত, দেখা যায় না এঁরা অ্যালকোহল কিংবা ড্রাগ আসক্ত হয়ে পড়ে। হিল তথ্যও দিয়েছেন সঙ্গে। তাঁর দাবি, ৮০ শতাংশ গাঁজাখোর শুধু গাঁজাসেবনেই সন্তুষ্ট থাকেন। কিন্তু ওই একই শতাংশ মানুষ যদি অন্য নেশায় আসক্ত হন, তাহলে তাঁকে যতকিছু নেশার দ্রব্যই দেওয়া হোক, তিনি শেষ পর্যন্ত অ্যালকোহল কিংবা ড্রাগই খুঁজবেন।
তাই অন্যান্য নেশার থেকে ঢেড় ভাল গাঁজা। তাই আপনার কোনও পরিচিতকে গাঁজা খেতে দেখলেই ভয় পেয়ে যাবেন না। আর যাই হোক, তিনি গাঁজাতেই সন্তুষ্ট থাকবেন কিন্তু ড্রাগ আসক্ত হয়ে পড়বেন না। অন্তত কেভিন হিলের মত সেরকমই।

.