মেয়েকে নিয়ে প্রথম সুইমিং পুলে নামলেন জুকেরবার্গ!

এই তো সেদিন পৃথিবীতে এসেছে শিশুটি। এখনও ভালো করে চোখ মেলে তাকাতেও পারে না। নাম তাঁর ম্যাক্স। আর তার বাবার নাম মার্ক জুকেরবার্গ! বাবার নাম যদি জুকেরবার্গ হয়, তাহলে সন্তান জন্মের এক মাসের মধ্যেই সুইমিং পুলে সাঁতার কাটতে নামবে না!

Updated By: Jan 25, 2016, 10:25 AM IST
মেয়েকে নিয়ে প্রথম সুইমিং পুলে নামলেন জুকেরবার্গ!

ওয়েব ডেস্ক: এই তো সেদিন পৃথিবীতে এসেছে শিশুটি। এখনও ভালো করে চোখ মেলে তাকাতেও পারে না। নাম তাঁর ম্যাক্স। আর তার বাবার নাম মার্ক জুকেরবার্গ! বাবার নাম যদি জুকেরবার্গ হয়, তাহলে সন্তান জন্মের এক মাসের মধ্যেই সুইমিং পুলে সাঁতার কাটতে নামবে না!

মার্ক আর ম্যাক্স দুজনে মিলে দিব্যি নেমে পড়লেন সুইমিং পুলে। নিজের মেয়ের সঙ্গে প্রথম স্নান। এই ছবি কী আর একা দেখার! তাও যিনি নিজেই আবার ফেসবুকের সিইও! তাই সন্তানের প্রথম সুইমিং পুলে নামার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জুকেরবার্গ। মার্ক সেখানে লিখেছেন, 'ম্যাক্সের প্রথম সাঁতার। ও খুব মজা পেয়েছে!'

.