Mangal Rashi Parivartan 2021: আজই মঙ্গলগ্রহ বিশেষ প্রভাব ফেলবে রাশিচক্রে; দেখে নিন আপনার উপর কী প্রভাব!

ভ্রমণের যোগ আছে। ব্যবসায় শুভ। দাম্পত্যজীবন ইতিবাচক। প্রেমে মঙ্গল।

Updated By: Dec 4, 2021, 05:35 PM IST
Mangal Rashi Parivartan 2021: আজই মঙ্গলগ্রহ বিশেষ প্রভাব ফেলবে রাশিচক্রে; দেখে নিন আপনার উপর কী প্রভাব!

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলগ্রহ আজ, ৪ ডিসেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে। মঙ্গলকে বিশ্বের প্রতি মঙ্গলজনক গ্রহই মনে করা হয়। যখনই কারও ভাগ্য বিপন্ন হয় তখনই বিভিন্ন গ্রহ রাশিগুলির উপর নানা সুপ্রভাব ছড়ায়। 

আজ তুলারাশি থেকে কন্যারাশিতে প্রবেশ করছে মঙ্গল। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত কন্যাতেই অবস্থান করবে মঙ্গলগ্রহ। আর এই যে মঙ্গলের স্থান পরিবর্তন তথা রাশি পরিবর্তন, এর সুপ্রভাব পড়বে কয়েকটি বিশেষ রাশির উপর। আসুন দেখে নেওয়া যাক, কোন কোন রাশির উপর এটা পড়বে।   

বৃশ্চিক: এই রাশির জাতকদের পড়াশোনা ভালো হবে। পরিশ্রমের ফল মিলবে। প্রায় সব কাজেই ভাগ্যের সহায়তা মিলবে।

কর্কট: এই রাশির যেসব জাতক সোশ্যাল মিডিয়ায় যুক্ত তাঁদের সময় খুবই ভাল যাবে। সমাজে সম্মান বাড়বে, পরিবারের অর্থভাগ্য ভালো হবে। তবে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।

বৃষ: এঁদের মনের শক্তি বৃদ্ধি হবে। ভ্রমণের যোগ থাকবে। ব্যবসায় শুভ। দাম্পত্যজীবন ভালো হবে।

মকর: জীবনে সুখ ও সমৃদ্ধি বাড়বে। গৃহক্রয় বা যানক্রয়ের যোগ আছে। থমকে থাকা কাজকর্ম আবার শুরু হবে এবং সুসম্পন্ন হবে।

তুলা: রোজগার ভালো হবে। কথা বলার দক্ষতা জীবনে সৌভাগ্যের সূচনার কারণ হবে। অর্থব্যয়ের যোগ আছে, তবে ভাগ্য সব মিলিয়ে সুপ্রসন্ন থাকবে।

সিংহ: সমাজে সম্মানবৃদ্ধি। যানক্রয়ের যোগ। পড়াশোনার পক্ষে ভালো। প্রেমের মঙ্গল। 

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Solar Eclipse: সংসারে মঙ্গলের জন্য সূর্যগ্রহণ শেষ হলে এই কাজগুলি অবশ্যই করুন!