পরিচয় করুন বিশ্বের সবথেকে লম্বা টিনএজার রুমেইসার সঙ্গে

রুমেইসা গেলগি. বয়স ১৭ বছর। তুরস্কের এই কিশোরী তকমা পেয়েছেন বিশ্বের সবথেকে লম্বা টিনএজারের. তাঁর উচ্চতা ৭ ফুট ০.০৯ ইঞ্চি। তাঁর নিজের শহর কারাবুকের সাফরানবলুতে একটি বিশেষ অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়েছে রুমেইসাকে।

Updated By: Jul 16, 2014, 08:46 PM IST
পরিচয় করুন বিশ্বের সবথেকে লম্বা টিনএজার রুমেইসার সঙ্গে

লন্ডন: রুমেইসা গেলগি. বয়স ১৭ বছর। তুরস্কের এই কিশোরী তকমা পেয়েছেন বিশ্বের সবথেকে লম্বা টিনএজারের. তাঁর উচ্চতা ৭ ফুট ০.০৯ ইঞ্চি। তাঁর নিজের শহর কারাবুকের সাফরানবলুতে একটি বিশেষ অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়েছে রুমেইসাকে।

গেলগি বলেন অন্যদের থেকে আলাদা হওয়া তাঁকে বিশেষ অনুভূতি দেয়। বহুদিন ধরেই তাঁর স্বপ্ন ছিল উচ্চতার জন্য সম্মানিত হওয়ার। রেকর্ড করতে কার না ভাল লাগে? পৃথিবীর অনেক উঁচু জায়গা যা সাধারণ মানুষের নাগালের বাইরে সেখানেই সহজেই পৌঁছে যান তিনি। ওপর থেকে অগুন্তি মানুষের মাথা, ব্যস্ত শহর দেখতেও তাঁর ভাল লাগে।

গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধি সায়দা সুবাসি-গেমিসি জানালেন এটা গিনিস বুকের বৈচিত্র উদযাপনের সময়। সারা বিশ্বের অনন্যসাধারণ মানুষের খুঁজে বের করে পুরস্কৃত করছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস।

 

.