বাড়িতে থাকা ফল দিয়েই বানিয়ে নিন সুস্বাদু Mixed Fruit Salad

Updated By: Jun 29, 2021, 12:02 AM IST
বাড়িতে থাকা ফল দিয়েই বানিয়ে নিন সুস্বাদু Mixed Fruit Salad

Mixed Fruit Salad Recipe:  কোভিড পরিস্থিতিতে যখন ইমিউনিটি নিয়ে মানুষের চিন্তা, তখন সেই নিয়েই বিশেষজ্ঞরা অনেক উপদেশ দিচ্ছেন। এমন পরিস্থিতিতে শরীর সুস্থ ও সতেজ রাখতে  Fruit Salad এর কোন  জুড়ি মেলা ভার।  বিভিন্ন রকম ফল মিশিয়ে Salad বানানো হয় বলে এর পুষ্টিগুণও থাকে অনেক। তাছাড়া যে কোনো খাবারের সঙ্গে Salad খেতেও ভাল লাগে। খাবারের সঙ্গে Salad  খেলে তার স্বাদ বেড়ে যায় বহুগুনে। এমনই একটি সুস্বাদু ও পুষ্টিকর Salad হল মধু  দিয়ে  তৈর ফলের  Salad। বাড়িতেই খুব সহজ উপায়েই বানিয়ে নিন Fruit Salad। জেনে নিন Mixed Fruit Salad কীভাবে বানাবেন? 
Mixed Fruit Salad  বানাতে আপনার পছন্দের কয়েকটি ফল নিয়ে নিন, ছোট ছোট করে ফল কেটে তার সঙ্গে আধ চা চামচ বিট নুন গুঁড়ো , ১ চামচ মধু, লেবুর রস, পরিমাণমত চাট মশলা ইচ্ছে হলে টক দিয়ে মিশিয়ে বানিয়ে নিন Mixed Fruit Salad। 

.