পেট্রোল নয় এবার শুয়োরের তেল দিয়েই চলবে বাইক
বাইক চালাতে হলে আর পেট্রোল লাগবে না। লাগবে শুয়েরোর তেল বা 'ব্যাকন গ্রিস'। মিনিস্তার এক হারমেল ফুড কোম্পানি ও বায়োডিজেল ফার্মের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এই 'ব্যাকন গ্রিস'। যা দিয়ে অনায়াসে ছুটবে বাইক।
ওয়েব ডেস্ক: বাইক চালাতে হলে আর পেট্রোল লাগবে না। লাগবে শুয়েরোর তেল বা 'ব্যাকন গ্রিস'। মিনিস্তার এক হারমেল ফুড কোম্পানি ও বায়োডিজেল ফার্মের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এই 'ব্যাকন গ্রিস'। যা দিয়ে অনায়াসে ছুটবে বাইক।
কোম্পানির দাবি, এক গ্যালন ব্যাকন গ্রিস দিয়ে বাইক চলবে ৭৫ থেকে ১০০ মাইল। এক গ্যালন ব্যাকন গ্রিস বা শুয়োরের তেল কিনতে খরচ হবে ৩.৫০ ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২১০ টাকার মত।
ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে চলতে শুরু করেছেন এই শুয়োরের তেল দিয়ে চলা মোটর সাইকেল।
এর আগেও এই দুই কোম্পানি শুয়োরের স্বাদের টুথপেস্ট বাজারে এনেছে।