দক্ষিণকে টপকালেও ইন্টারনেট ব্যবহারে মুম্বইয়ের চেয়ে ঢের পিছিয়ে কলকাতা

ইন্টারনেট ব্যবহারে দেশের সঙ্গে আগ্রহ বেড়েছে কলকাতারও। গত এক বছরে বিপুল সংখ্যায় বেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। বলাই বাহুল্য দেশের চার মেট্রো শহরেই সংখ্যাটা সবচেয়ে বেশি। ইন্টারনেট ব্যবহারের বিষয়ে দেশের মধ্যে সবাইকে পিছনে ফেলে দিয়েছে মুম্বই। দ্বিতীয় স্থানে দিল্লি, তারপরই আছে কলকাতা।  তথ্যপ্রযুক্তি নগর হিসাবে পরিচিত বেঙ্গালুরুকেও পিছনে ফেলে দিয়েছে কলকাতা। যদিও এই বিষয়ে বানিজ্য নগরীর চেয়ে ঢের পিছিয়ে তিলোত্তমা নগরী।

Updated By: Nov 4, 2014, 05:36 PM IST
দক্ষিণকে টপকালেও ইন্টারনেট ব্যবহারে মুম্বইয়ের চেয়ে ঢের পিছিয়ে কলকাতা

ওয়েব ডেস্ক: ইন্টারনেট ব্যবহারে দেশের সঙ্গে আগ্রহ বেড়েছে কলকাতারও। গত এক বছরে বিপুল সংখ্যায় বেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। বলাই বাহুল্য দেশের চার মেট্রো শহরেই সংখ্যাটা সবচেয়ে বেশি। ইন্টারনেট ব্যবহারের বিষয়ে দেশের মধ্যে সবাইকে পিছনে ফেলে দিয়েছে মুম্বই। দ্বিতীয় স্থানে দিল্লি, তারপরই আছে কলকাতা।  তথ্যপ্রযুক্তি নগর হিসাবে পরিচিত বেঙ্গালুরুকেও পিছনে ফেলে দিয়েছে কলকাতা। যদিও এই বিষয়ে বানিজ্য নগরীর চেয়ে ঢের পিছিয়ে তিলোত্তমা নগরী।

IAMAI-IMRB I-Cube 2014-এর রিপোর্ট অনুযায়ী  গড়ে কলকাতার প্রায় ৬০ লক্ষ ২৭ হাজার মানুষ প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করেন। সেখানে দেশের মধ্যে ইন্টারনেট ব্যবহারে শীর্ষস্থানে থাকা শহর মুম্বইয়ে ১ কোটি ৬০ লক্ষ মানুষ প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করেন। দ্বিতীয় স্থানে থাকা দিল্লির ১ কোটি ২০ লক্ষ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে বেঙ্গালুরু (৫ লক্ষ ৯০ হাজার), চেন্নাই ( ৫ লক্ষ ৫৮ হাজার)। ভারতের ২৩ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীই এই চার মেট্রো শহরের বাসিন্দা।

গত এক বছরে ইন্টারনেট ব্যবহারকারীদের বৃদ্ধির হারেও কলকাতা তৃতীয়। কলকাতা গত এক বছরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যায় ৬.২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মুম্বইতে এই বৃদ্ধির হার প্রায় ১৬ শতাংশ। 

.