সিনেমা হলেও সত্যি! ঝোপঝাড়ে খোঁজ মিলল `অন্য গ্রহের প্রাণী`

আচমকাই ফোটো তুলতে গিয়ে পাথরে হোঁচট খেয়ে গিয়েছিলেন এক চিনা পর্যটক। নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি। হতভম্ব হয়ে গিয়েছিলেন।

Updated By: Jun 26, 2014, 05:14 PM IST

আচমকাই ফোটো তুলতে গিয়ে পাথরে হোঁচট খেয়ে গিয়েছিলেন এক চিনা পর্যটক। নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি। হতভম্ব হয়ে গিয়েছিলেন। কিন্তু যে প্রাণীর সঙ্গে তার অকস্মাত্ সাক্ষাত হল সে তো পৃথিবীর কোনও লোকই বিশ্বাস করবে না। বেশ কয়েকটি ফোটো তুললেন। চিনা পর্যটকের ক্যামারার ঝলকানিতে মানবজাতীয় ভয়ঙ্কর প্রাণীটি পাহাড়ে মধ্যে গা ঢাকা দেয়।

চিনের প্রাচীরের কাছে হোয়ইরো উপত্যাকার একটি পাহাড়ের কোলে চিনা পর্যটক প্রসাব করতে যান। সেখানেই দেখতে পান মানবজাতীয় `দৈত্য`। প্রাণীটির দীর্ঘ শরীর, গায়ে কোনও লোম নেই। আর কান দুটো কুলোর মতো। অনেকটা মিল রয়েছে লর্ড অফ দ্য রিঙস সিনেমার `গুলামে`র চরিত্রে। প্রানীটিকে দেখে চিনা পর্যটকের জ্ঞান হারানোর সামিল হয়ে ওঠে।

কিন্তু মজার বিষয় পরে এই রহস্য আবিস্কার হয়। মানবদেহী `দৈত্য`র ছবি স্যোশাল মিডিয়া প্রকাশ হবার পর হৈচৈ পড়ে যায় সব জায়গায়। চিনের বিভিন্ন মিডিয়ায় নানা অলৌকিক খবর প্রকাশ হতে থাকে। সেইসময় চিনের এক অভিনেতা জানান, `ছবিটি সম্পূর্ণ মিথ্যে। আমি আর আমার এক বন্ধু মিলে এক সপ্তাহ ধরে কল্পবিজ্ঞানের একটি সিনেমার শ্যুটিং করি হোয়ইরো পাহাড়ের কোলে। আমি `দৈত্য`র চরিত্রে অভিনয় করি`। তিনি আরও জানান, `ওই পর্যটক যখন আমার ফোটো তোলেন, সেইসময় পাহাড়ের কোলে বাথরুম করছিলাম`।

.