'ফলো', 'টুইট' -এর টুইটারে এবার কেনার 'Buy'

  ইউসারদের জন্য সরাসরি বেচাকেনার দরজা খুলে দিল টুইটার। এই মাইক্রোব্লগিং সাইটের ইউসাররা এবার মাত্র একটা ক্লিক করে এই সাইটেই নিজেদের পছন্দমত জিনিস কিনে ফেলতে পারবেন।

Updated By: Sep 9, 2014, 04:58 PM IST
'ফলো', 'টুইট' -এর টুইটারে এবার কেনার 'Buy'

ওয়াশিংটন:  ইউসারদের জন্য সরাসরি বেচাকেনার দরজা খুলে দিল টুইটার। এই মাইক্রোব্লগিং সাইটের ইউসাররা এবার মাত্র একটা ক্লিক করে এই সাইটেই নিজেদের পছন্দমত জিনিস কিনে ফেলতে পারবেন।

বিক্রি হবে এমন কোনও জিনিসের ছবির পাশে এবার থেকে বড়সড় 'Buy' অপশন থাকবে। যেখানে ক্লিক করলেই কিনে নেওয়া যাবে পছন্দমত জিনিসটি।

ইউসাররা যদি নির্দিষ্ট অ্যাপ বা ওয়েব সার্ভিসের মাধ্যমে লগ ইন করেন তাহলে কোনও টুইটের মধ্যেই এই সুবিধা পেতে পারেন তারা।

টুইটার প্রধান নেথান হাবার্ড জানিয়েছেন তাঁদের লক্ষ্য ক্রেতা ও বিক্রেতার মধ্যে কেনাবেচার ক্ষুদ্রতম পথ সরবারহ করা। নির্দিষ্ট একটি লিঙ্ক ক্লিক করে তার মাধ্যমে কোনও ওয়েবসাইটে গিয়ে একগাদা তথ্য লিখে তারপর পছন্দমত জিনিস কিনে নেওয়ার পিছনে যে লম্বা সময় ব্যায় হয়, টুইটারের এই নয়া ব্যবস্থা তা লাঘব করবে বলে আশা করছেন হাবার্ড।

 

.