৩১ মার্চের আগে PAN-Aadhar লিঙ্ক না করলেই এবার বিপদে পড়বেন আপনি!

প্যান(PAN) একটি ১০ সংখ্যার নম্বর, যাতে সংখ্যার পাশাপাশি রয়েছে ইংরাজি কিছু অক্ষরও। আয়কর দফতরের থেকে দেওয়া হয় এই প্যান নম্বরটি(PAN)। 

Updated By: Mar 17, 2022, 04:21 PM IST
৩১ মার্চের আগে PAN-Aadhar লিঙ্ক না করলেই এবার বিপদে পড়বেন আপনি!

নিজস্ব প্রতিবেদন: প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক(PAN-Aadhar Linking) করিয়েছেন তো? হাতে তো বাকি আর মাত্র কয়েকটা দিন। লিঙ্কের কাজ না করালে তারপরই কিন্তু সমস্যা বাড়বে আপনারই। তাই বিপদ এড়াতে ৩১ মার্চের মধ্যেই আধার কার্ডের সঙ্গে নিজের প্যানকার্ড(PAN Card) লিঙ্ক করে নিন। 

৩১ মার্চের মধ্যে লিঙ্ক না করলে কী হতে চলেছে?

প্রসঙ্গত, এর আগে আধার ও প্যানকার্ডের সংযুক্তিকরণের(PAN-Aadhar Linking) শেষ দিন ধার্য হয়েছিল ৩০ সেপ্টেম্বর ২০২১। পরবর্তী সময় সেই দিন বাড়িয়ে করা হয় ৩১ মার্চ ২০২২। 

প্যানকার্ড ব্যবহারকারীদের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যদি তাঁরা ৩১ মার্চের মধ্যে আধারের সঙ্গে প্যান নম্বর সংযুক্ত না করেন, তাহলে ১ এপ্রিল থেকে তা আর কার্যকরী থাকবে না। শুধু তাই নয়, ১০০০ টাকা জরিমানাও ধার্য করা হবে। এই বিষয়ে ইতিমধ্যেই সরকারে তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। 

কী এই প্যানকার্ড?

প্যান একটি ১০ সংখ্যার নম্বর, যাতে সংখ্যার পাশাপাশি রয়েছে ইংরাজি কিছু অক্ষরও। আয়কর দফতরের থেকে দেওয়া হয় এই প্যান নম্বরটি। 

আপনার প্যান নম্বর যদি ইতিমধ্যেই আধারের সঙ্গে লিঙ্ক হয়ে গিয়ে থাকে তাহলে আর কোনও সমস্যা নেই। তবে, যদি এখনও তা না করিয়ে থাকেন, তাহলে এই পদ্ধতিতে বাড়িতে বসেই এখন সংযুক্তিকরণের কাজ সেরে ফেলতে পারেন।

কীভাবে করবেন আধার-প্যান সংযুক্তিকরণের কাজ-

১) প্যান-আদার লিঙ্ক করাতে প্রথমে আয়কর দৎফতরের ই-ফাইলিং পোর্টালে রেজিস্টার করতে হবে আপনাকে।
২) ই-ফাইলিং পোর্টালে লগইন আইডি, পাসওয়ার্ড এবং নিজের জন্মের তারিখ দিয়ে ঢুকতে হবে। 
৩) সমস্ত তথ্য় দেওয়ার পর একটি কোড পাওয়া যাবে সেখান থেকে। 
৪) ওই পোর্টালে লগইন করার পর সেখানে একটি পপআপ উইন্ডো খুলে যাবে যেখানে আপনাকে আপনার আধার ও প্যান সংযুক্তিকরণ করে বলা হবে।
৫) কোনও কারণে যদি সেই পপআপ উইন্ডো না দেখায় তাহলে “Link Aadhaar”-এ ক্লিক করতে হবে। 
৬) এরপর নাম, জন্মের তারিখ সংক্রান্ত সমস্ত তথ্য দিতে হবে সেখানে।
৭) এরপর আপনার আধার কার্ডে থাকা সমস্ত তথ্যের সঙ্গে স্ক্রিনের তথ্য মিলিয়ে নিন।
৮) এরপর যদি সমস্ত তথ্য মিলে যায় তাহলে সেখানে থাকা “link now”-তে ক্লিক করুন।
৯) সেখানে ক্লিক করতেই আপনি একটি মেসেজ পাবেন যে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড সংযুক্ত করা হয়েছে। 

.