হিমবাহ গলছে কিন্তু পেঙ্গুইনের সংখ্যা বাড়ছে
গ্লোবাল ওয়ার্মিংয়ে আন্টার্টিকায় হিমবাহ গলছে তো কী! ওখানকার সবচেয়ে জনপ্রিয় বাসিন্দারা কিন্তু দিব্যি নিজেদের সংখ্যা বাড়িয়ে চেলেছেন। সাম্প্রাতিক সমীক্ষায় প্রকাশ, গত দশ বছরে পেঙ্গুইনের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয় আগের চেয়ে পেঙ্গুইনরা সুখি আছে বলেও এই রিপোর্টে জানানো হয়েছে।
ওয়েব ডেস্ক: গ্লোবাল ওয়ার্মিংয়ে আন্টার্টিকায় হিমবাহ গলছে তো কী! ওখানকার সবচেয়ে জনপ্রিয় বাসিন্দারা কিন্তু দিব্যি নিজেদের সংখ্যা বাড়িয়ে চলেছেন। সাম্প্রাতিক সমীক্ষায় প্রকাশ, গত দশ বছরে পেঙ্গুইনের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয় আগের চেয়ে পেঙ্গুইনরা সুখি আছে বলেও এই রিপোর্টে জানানো হয়েছে।
এখনকার জলবায়ু, আবহাওয়া নাকি পেঙ্গুইনদের বসবাসের পক্ষে সবচেয়ে উপযোগী। বিশেষজ্ঞরা বলছেন, হিমবাহ গলার কোনও প্রভাব পেঙ্গুইনদের মধ্যে পড়ছে না। কারণ সুখে থাকার জন্য তারা ওসব নিয়ে মাথা ঘামাতে নারাজ। আগের চেয়ে পেঙ্গুইন কলোনির সংখ্যাও বেড়েছে বলে জানা গিয়েছে। পেঙ্গুইনদের গড় আয়ুও সামান্য হলেও বেড়েছে।