বড়দিনের বালিশ যুদ্ধে মাতল চিন

চিনে বড়দিন পালনের অন্যতম আকর্ষণ পিলো ফাইট। বড় দিনে মূলত যুবা প্রজন্মকে চাপ মুক্ত করতে এই অনুষ্ঠানের আয়োজন। বালিশ নিয়ে একে অন্যের সঙ্গে মেকি লড়াইয়ে মেতে ওঠেন সকলে। আয়োজকদের দাবি, সারা বছর ধরে হাড়ভাঙা খাটুনি পর বড় দিনে পিলো ফাইটে অংশ নিয়ে অনেকটাই চাপ মুক্ত হয়ে ঘরে ফেরেন প্রতিযোগীরা।

Updated By: Dec 27, 2013, 10:36 AM IST

চিনে বড়দিন পালনের অন্যতম আকর্ষণ পিলো ফাইট। বড় দিনে মূলত যুবা প্রজন্মকে চাপ মুক্ত করতে এই অনুষ্ঠানের আয়োজন। বালিশ নিয়ে একে অন্যের সঙ্গে মেকি লড়াইয়ে মেতে ওঠেন সকলে। আয়োজকদের দাবি, সারা বছর ধরে হাড়ভাঙা খাটুনি পর বড় দিনে পিলো ফাইটে অংশ নিয়ে অনেকটাই চাপ মুক্ত হয়ে ঘরে ফেরেন প্রতিযোগীরা।

বালিশ নিয়ে একে অন্যকে আঘাত করছেন। বিনা যুদ্ধে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নন। ব্যাকগ্রাউন্ডে তারস্বরে বাজছে মিউজিক সিস্টেম। চিনের সাংহাই প্রদেশে সাত বছর ধরে বড় দিনে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আসছেন উদ্যোক্তারা। যার পোশাকি নাম পিলো ফাইট। উদ্যোক্তাদের দাবি, ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিসে কর্মরত যুবক যুবতীরা অনেকটাই চাপমুক্ত হন পিলোফাইটে অংশ নিয়ে।

পিলো ফাইটে অংশ নেন একসঙ্গে হাজার খানেক প্রতিযোগী। প্রথমে মাথার ওপর বালিশ ধরে রাখেন প্রতিযোগীরা। এরপর প্রায় দশ মিনিট ধরে চলে বালিশ নিয়ে যুদ্ধ। বড় দিনের রাতে পিলো ফাইটে অংশ নিতে খরচ পড়ে একশো পঞ্চাশ ইউয়ান অর্থাত চব্বিশ মার্কিন ডলার ।

.