জানেন, বাড়ির ঠিক কোন কোণটিতে ঠাকুর না রাখলে সংসারে অমঙ্গল বাড়ে?
ভুল জায়গায় ঠাকুর রাখা বা পুজো-অর্চনা জীবনে নানা অবাঞ্ছিত সঙ্কট এনে দেয়।
নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের জীবনে পুজো আচ্ছার খুবই গুরুত্ব আছে। ধর্মবিশ্বাস অনুসারে প্রতিটি মানুষেরই জীবনে পুজোর প্রয়োজনীয়তা আছে যা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। মনোযোগ বাড়াতে সাহায্য করে। অথচ ভুল স্থান বাছাইয়ের জেরে যদি পুজোর উদ্দেশ্যই ব্যর্থ হয়, তা হলে সেটা খুবই দুঃখের।
মানুষের মন এমনিতেই চঞ্চল। পুজো বা ধ্যানজপের সময়ে তো মন আরও অশান্ত হয়ে পড়ে। তবে এটা যে শুধু মনেরই দোষ তা না-ও হতে পারে। দেখতে হবে, বাড়ির ঠিক কোন স্থানে আপনার পুজোর ব্যবস্থা। আরাধ্য দেবদেবীকে কোথায় কীভাবে বসিয়েছেন আপনি। এখানে কোনও ভুল হয়ে থাকলে তা প্রভাব ফেলবে আপনার পুজোয়। শুধু পুজোতেই নয়, পরিবারের সদস্যদের মধ্যেও নানা অবাঞ্ছিত সমস্যা তৈরি হয়ে যায়।
তা হলে জেনে নিন, বাড়ির ঠিক কোথায় বসে পুজোআচ্ছার কাজ করা উচিত আপনার।
বাস্তুশাস্ত্র অনুসারে, পুজোর জন্য সব চেয়ে উপযোগী জায়গা হল উত্তর-পূর্ব কোণ। এই কোণ খুবই পবিত্র। এই কোণের অধিষ্ঠাত্রী দেবতা হলেন বৃহস্পতি, যাকে আমরা 'জুপিটার' বলে চিনি। এই কোণটিকে ব্রহ্মেরও অধিষ্ঠানক্ষেত্র বলে মনে করা হয়। ফলে, সেদিক থেকেও এই কোণটি খুবই উপযুক্তস্থল। পুজোর স্থান নির্বাচন যথাযথ হলে সংসারে সুখশান্তি আসে, মনও ভালো থাকে, ধর্মেও উন্নতি হয়।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: জানেন, সোনার গয়না আর প্রজ্বলিত প্রদীপ দিয়ে কী অসম্ভব কাণ্ড আপনি করতে পারেন?