সর্ষেবাটা ইলিশ
যদিও বর্ষাকালেই ইলিশের স্বাদ সবথেকে ভাল হয়, তবে বাঙালির পাতে যে কোনও ঋতুতেই ইলিশ পড়লে আর কিছুই ধারেকাছেও ঘেঁসতে পারে না। রইল সর্ষেবাটা দিয়ে ইলিশ রান্নার রেসিপি।
ওয়েব ডেস্ক: যদিও বর্ষাকালেই ইলিশের স্বাদ সবথেকে ভাল হয়, তবে বাঙালির পাতে যে কোনও ঋতুতেই ইলিশ পড়লে আর কিছুই ধারেকাছেও ঘেঁসতে পারে না। রইল সর্ষেবাটা দিয়ে ইলিশ রান্নার রেসিপি।
কী কী লাগবে-
ইলিশ মাছ-৬০০ গ্রাম
সর্ষে-২ টেবিল চামচ
কাঁচা লঙ্কা-৬টা
কালোজিরে-১ চা চামচ
সর্ষের তেল-২ টেবিল চামচ
হলুদ গুঁড়ো-১ চা চামচ
নুন-স্বাদ মতো
কীভাবে বানাবেন-
মাছ ধুয়ে নুন ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখুন। সর্ষে, একটা কাঁচালঙ্কা ও অল্প নুন দিয়ে বেটে পেস্ট তৈরি করে নিন। কড়াইতে তেল গরম করে মাছ দিয়ে একবার এপিট ওপিঠ করে হালকা ভেজে তুলে নিন।
এবার মাছ ভাজা তেলেই কালোজিরে ও একটা কাঁচালঙ্কা চিরে ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে সর্ষে বাটা দিয়ে দিন। অল্প নেড়ে নিয়ে মাছ দিয়ে নেড়েচেড়ে মাছের গায়ে ভাল করে সর্ষেবাটা মাখিয়ে নিন। শেষে জল দিয়ে, নুন ও কাঁচা লঙ্কা চিরে দিয়ে ফুটিয়ে নিয়ে ভাল করে রান্না করে নামিয়ে নিন।
গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করুন।