আগামী ১০ বছরেই মদ্যপান বন্ধ করে দেবে মানুষ, দাবি গবেষকদের
সিনথেটিক মদকে ‘অ্যালকোসিনথ’ বলা হয়। এই মদে মাথা যন্ত্রণা, বমি বমি ভাব, হ্যাংওভারের মতো উপসর্গ নেই। তবে তাতে নেশা কিছু কম হবে না।
নিজস্ব প্রতিবেদন: আপনি কি সুরাপ্রেমী? পার্টি হোক কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা, মনের ফূর্তিতে হোক কিংবা ডিপ্রেশনে কাটাতে... মদিরাই কি আপনার পছন্দের সঙ্গী? তাহলে সম্ভভত আপনিই মদ্যপায়ীদের শেষ প্রজন্ম। কারণ গবেষণা বলছে, আগামী এক প্রজন্মের মধ্যে মদ্যপান ছেড়ে দেবে মানুষ।
আরও পড়ুন: বিয়ে করে আরও বড়লোক হচ্ছেন বিরুষ্কা! কীভাবে?
সাম্প্রতিক গবেষকরা দাবি করছেন, প্রাকৃতিক মদের বদলে আসছে কৃত্রিম সুরা। ফলে বর্তমানে জনপ্রিয় সব প্রাকৃতিক মদ পান ছেড়ে দেবে মানুষ।
কৃত্রিম মদ বা সিনথেটিক অ্যালকোহল কী?
সিনথেটিক মদকে ‘অ্যালকোসিনথ’ বলা হয়। এই মদে মাথা যন্ত্রণা, বমি বমি ভাব, হ্যাংওভারের মতো উপসর্গ নেই। তবে তাতে নেশা কিছু কম হবে না।
আরও পড়ুন: কন্ডোমের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞায় বিদ্রূপের ঝড় সোশ্যাল মিডিয়ায়
লন্ডনের ইমপেরিয়াল কলেজের গবেষক ডেভিড নট বলেছেন, ঘোরের মধ্যে থাকতে মানুষ মদ্যপান করে। কৃত্রিম সুরায় তা থেকে বঞ্চিত হবেন না কেউ। কিন্তু পরের দিন হ্যাংওভার থাকবে না। ভুগতে হবে না লিভারের সমস্যাতেও। ইন্টারন্যাশানাল বিজনেস টাইমস ইউকে-কে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আগামী ১০-২০ বছরের মধ্যে মানুষ চলতি মদের নেশা ত্যাগ করবে। বিশেষ কোনও কোনও অনুষ্ঠানেই এই মদ পান করবে তারা।’