আপনি কী মোবাইল ম্যানিয়ায় আক্রান্ত! চেকআপ করে নিন এখানে
মোবাইল ম্যানিয়া। এ এক অদ্ভুত রোগ। আচ্ছা এই রোগের শিকার আপনি নন তো? নিন পরীক্ষা করে ফেলুন। নিচের ২০টি প্রশ্নের উত্তরের মধ্যে অন্তত ৮টি যদি হ্যাঁ হয় তাহলে একটু সাবধান। আজ রোগের কথা বললাম, ওষুধটা পরে একসময় বলব-
ওয়েব ডেস্ক: মোবাইল ম্যানিয়া। এ এক অদ্ভুত রোগ। আচ্ছা এই রোগের শিকার আপনি নন তো? নিন পরীক্ষা করে ফেলুন। নিচের ২০টি প্রশ্নের উত্তরের মধ্যে অন্তত ৮টি যদি হ্যাঁ হয় তাহলে একটু সাবধান। আজ রোগের কথা বললাম, ওষুধটা পরে একসময় বলব-
১) আপনি মাঝেমাঝেই ভাবছেন আপনার ফোনে ফোন বা মেসেজ আসছে। ভুল বুঝতে পারার কিছুক্ষণ পরেও সেই একই কাজ করছেন। আসলে এটা ফোন ম্যানিয়ার বড় লক্ষণ।
২) ফোনের সঙ্গে আই কনট্যাক্টটা বেশি হচ্ছে- প্রেমের ক্ষেত্রে অনেক সময়ই শুনেছেন আই কনট্যাক্টের কথা। কিন্তু প্রেমিক/ প্রেমিকার চেয়েও বেশি করে আই কনট্যাক্ট করছেন ফোনের সঙ্গে।
৩) ফোন খুঁজে না পেলে হঠাত্ যেন হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়--অনেকটা হার্ট অ্যাটাকের মত হয় আর কী...আরে ফোনটা কী হল...
৪) ফোনটা কোনওভাবে হারিয়ে বা ভেঙে গেলে ২৪ ঘণ্টার মধ্যে ফোন কিনে ফেলেন। আর সেই ফোনহীন ২৪ ঘণ্টাটা আপনার জীবনের অন্যতম খারাপ সময় হয়।
৫) ইমোজি আর স্টিকারের সব ভাষা বুঝে ফেলেছেন। এমনকী মাঝেমাঝে ইমোজির ভাষাটা মাঝেমাঝে ভুল করে অফিসের মেলেও ব্যবহার করে ফেলছেন।
৬) কোথাও গিয়ে সবার আগে প্রশ্ন করেন, 'ফোনে চার্জ দেওয়ার জায়গা কোথায় আছে'?
৭) দিনের কোনও সময় ফোন খারাপ হয়ে গেল আপনার মেজাজ বিগড়ে যায়।
৮) ফোনকে সাজানোর জন্য অনেক কিছু করছেন।
৯) বন্ধু বা বিশেষ কোনও মানুষের সঙ্গে বড় কোনও দরকার ছাড়াই দিনে অন্তত দশবার কথা বলছেন।
১০) কাজ থেকে বাড়ি ফিরেই বিশ্রাম নিতে গিয়ে সবার আগে ফোনটা নিয়ে বসে পড়ছেন। সেখানে বই বা অন্য কোনও জিনিস পড়ার সময় হচ্ছে না।
১১) সকালে ঘুম থেকে উঠেই সবার আগে ফোনটা ভাল করে চেক করে নিচ্ছেন।
১২) রাস্তায় হাঁটতে হাঁটতে, বা বাসে-মেট্রোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে হোয়াটসঅ্যাপ-ফেসবুক বা মেসেজ পাঠানোর টেকনিকটা রপ্ত করে ফেলেছেন।
১৩) ছোটখাট জিনিস মনে না করে ফোনে অ্যালার্ম বা টাস্ক সেট করে রাখছেন। নিজের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের জন্মদিনটা পর্যন্ত রিমাইন্ডার দিয়ে রাখছেন। আর অত্যধিক গুগহল নির্ভর হয়ে পড়ছেন।
১৪) নতুন কেনা ফোনটা দিনে তিনবার করে চার্জ দিচ্ছেন।
১৫) ফোনে সিগন্যাল নেই অনেকক্ষণ। তবু সারাক্ষণ ফোন ঘেঁটে চলেছেন।
১৬) খারাপ সিগন্যাল থাকলে কোম্পানির ওপর বড্ড বেশি রেগে যাচ্ছেন।
১৭) কোনও কারণ ছাড়াই মিনিটে অন্তত তিনবার ফোনের দিকে তাকাচ্ছেন।
১৮) পার্টি বা কোনও অনুষ্ঠানে গেলে মানুষের জন্য সঙ্গে কম ফোনের সঙ্গে বেশি কথা বলছেন।
১৯) কিছুতেই ফোনের নেশার কথা স্বীকার করছেন না। বারবার বলেন, এই একটু নেট করছি, কিংবা বন্ধুরা খুব হোয়াটসঅ্যাপ করছে।
২০) দিনে যতবার ফোনের দিকে তাকাচ্ছেন, ততবার মানুষের দিকে তাকাচ্ছেন না।