পর্দার বাদশা নয় বাস্তবের শাহরুখ মেলালেন প্রেমী যুগলকে, টুইটে ডেটিং গুরু কিং খান

'রোজ কত কী ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা'...সত্যিই কি সত্যি হয় না? মাঝে মাঝে হয়। অবিশ্বাস্য ভাবেই কারও কারও স্বপ্নপূরণ হয়ে যায়। যেমন হল সার্থক খেরের। শাহরুখ খানকে টুইট করে অনুরোধ করেছিলেন একটি মেয়েকে তার সঙ্গে ডেটে যেতে বলার জন্য। তারপর কী হল?

Updated By: Aug 31, 2015, 06:32 PM IST
পর্দার বাদশা নয় বাস্তবের শাহরুখ মেলালেন প্রেমী যুগলকে, টুইটে ডেটিং গুরু কিং খান

ওয়েব ডেস্ক: 'রোজ কত কী ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা'...সত্যিই কি সত্যি হয় না? মাঝে মাঝে হয়। অবিশ্বাস্য ভাবেই কারও কারও স্বপ্নপূরণ হয়ে যায়। যেমন হল সার্থক খেরের। শাহরুখ খানকে টুইট করে অনুরোধ করেছিলেন একটি মেয়েকে তার সঙ্গে ডেটে যেতে বলার জন্য। তারপর কী হল?

সার্থক টুইট করেন

তখনও জানতেন না সত্যিই উত্তর দেবেন শাহরুখ

এই টুইট দেখাতেই সেই মেয়েটি রাজি হয়ে যান ডেটে যেতে

এরপর শাহরুখের উপদেশ

And then, this is the advice SRK had to give to Sarthak.

স্বপ্নপূরণের গল্পোটাও যেন ঠিক স্বপ্নের মতো। তবে নামই যার সার্থক তার স্বপ্নতো সার্থক হওয়ারই ছিল।

.