মৃত্যু কী ভাবে আর কী কারণে হবে জানেন? জেনে নিন

জ্যোতিষশাস্ত্র মতে রাশি অনুসারে কার মৃত্যু কেমন ভাবে হবে বা হতে পারে, সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

Updated By: Oct 12, 2018, 06:10 AM IST
মৃত্যু কী ভাবে আর কী কারণে হবে জানেন? জেনে নিন

যার প্রাণ আছে তার মৃত্যুও অনিবার্য। শাস্ত্র মতে মৃত্যু হল জীবনের সবচেয়ে বড় সত্য। আমাদের সকলকেই একদিন মরতে হবে। কিন্তু কী ভাবে মৃত্যু হবে, তা জানা আছে? এ বিষয়ে কৌতুহল কম-বেশি আমাদের সকলেরই রয়েছে। কিন্তু কী ভাবে পাবেন এই প্রশ্নের উত্তর? উত্তর জানিয়ে দেবে আপনার রাশি। এই প্রতিবেদনে জ্যোতিষশাস্ত্র মতে রাশি অনুসারে কার মৃত্যু কেমন ভাবে হবে বা হতে পারে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক।

১. মেষরাশি: জ্যোতিষশাস্ত্র মতে, এই রাশির জাতক-জাতিকাদের অতিরিক্ত মাত্রায় রক্ত ক্ষরণের কারণে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তো যে কোনও দুর্ঘটনার থেকে বেঁচে থাকতে হবে আপনাদের। শুধু তাই নয়, কোনও ভাবেই যাতে মাথায় চোট না লাগে, সে দিকেও খেয়াল রাখার প্রয়োজন রয়েছে।

২. বৃষরাশি: জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, বাড়িতে কোনও দূর্ঘটনার কারণে এদের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। মূলত রান্না ঘরে ঘটা কোনও দূর্ঘটনার কারণে। তবে দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যা, রোগভোগ বা খাদ্যাভাসের অনিয়মের কারণেও এই রাশির জাতক-জাতিকাদের মৃত্যু হতে পারে।

৩. মিথুনরাশি: জ্যোতিষশাস্ত্র মতে, এই রাশির জাতক-জাতিকাদের রাস্তাঘাটে দুর্ঘটনার কবলে পরে মৃত্যুর যোগ রয়েছে। এই কারণেই গাড়ি এবং বাইক চালানোর সময় মিথুনরাশির জাতক-জাতিকাদের যতটা সম্ভব সাবধান থাকতে হবে। না হলেই বিপদ!

৪. কর্কটরাশি: জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই রাশির জাতক-জাতিকাদের পাকস্থলির সমস্যা, লিভারের সমস্যা বা হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুর সম্ভাবনা রয়েছে। খাদ্যাভাসের অনিয়মের কারণেও এই রাশির জাতক-জাতিকাদের মৃত্যু হতে পারে।

৫. সিংহরাশি: জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই রাশির জাতক-জাতিকাদের মূলত হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর যোগ রয়েছে। কারণ, এই রাশির জাতক-জাতিকাদের হৃদয়ের (হার্টের) স্বাস্থ্য একেবারে ভাল হয় না। তার উপর অনিয়ন্ত্রিত জীবন, কঠিন জীবনযাত্রার কারণে হার্ট অ্যাটাক, মস্তিষ্কে রক্ত ক্ষরণ বা কঠিন স্নায়ুর রোগে এই রাশির জাতক-জাতিকাদের মৃত্যুর সম্ভাবনা রয়েছে।

৬. কন্যারাশি: এই রাশির জাতক-জাতিকাদের হজম ক্ষমতা একেবারে দুর্বল। সেই সঙ্গে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা রকম স্নায়ুর সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাও বাড়তে থাকে। আর এই সব কারণেই মূলত কন্যারাশির জাতক-জাতিকাদের মৃত্যুর সম্ভাবনা থাকে।

৭. তুলারাশি: জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই রাশির জাতক-জাতিকাদের কিডনির রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা থাকে। এ ছাড়াও যেমন যোগ রয়েছে, মারাত্মক উদ্বেগ বা মানসিক চাপের কারণেও শরীর ভাঙতে শুরু করে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্তও হতে পারে।

৮. বৃশ্চিকরাশি: মঙ্গল গ্রহের প্রভাব এদের উপর খুব বেশি মাত্রায় থাকে। তাই তো এই রাশির জাতক-জাতিকাদের জীবনকাল যেমন ধোঁয়াশায় ঢাকা হয়, তেমনি মৃত্যুর কারণ সম্পর্কেও অনেক সময় স্পষ্টভাবে জেনে ওঠা সম্ভব হয় না। এই রাশির জাতক-জাতিকাদের অপঘাতে মৃত্যুর যোগ রয়েছে। তবে সাংঘাতিক মারাত্মক উদ্বেগ বা মস্তিষ্কে রক্ত ক্ষরণের কারণেও এদের মৃত্যুর সম্ভাবনা রয়েছে।

৯. ধনুরাশি: জ্যোতিষশাস্ত্র অনুসারে, এদের মূলত দুর্ঘটনায় বা জটিল কোনও দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে। এই কারণেই গাড়ি এবং বাইক চালানোর সময় ধনুরাশির জাতক-জাতিকাদের যতটা সম্ভব সাবধান থাকতে হবে। না হলেই বিপদ! বাকিটা আপনার হাতে নেই।

১০. মকররাশি: শনি দেবের প্রভাবে এদের সারা জীবনটা যেমন সুখে কাটবে, তেমনি মৃত্যু ঘটবে মূলত বয়সজনিত কারণেই। তেমন কোনও জটিল বা কোনও দুরারোগ্য রোগে ভুগে মারা যাওয়ার যোগ নেই মকররাশির জাতক-জাতিকাদের।

১১. কুম্ভরাশি: জ্যোতিষশাস্ত্র মতে, শনির বক্র দৃষ্টি পরার কারণে এই রাশির জাতক-জাতিকাদের অস্বাভাবিক বা অপঘাতে মৃত্যুর যোগ রয়েছে। শুধু তাই নয়, অতিরিক্ত মাত্রায় মদ্যপান, অনিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণেও মৃত্যু হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।

১২. মীনরাশি: মানসিক অবসাদ এবং অতিরিক্ত মাত্রায় নেশা, পাকস্থলির সমস্যা, লিভারের সমস্যা বা হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুর সম্ভাবনা রয়েছে। মারাত্মক উদ্বেগ বা মানসিক চাপের কারণেও মস্তিষ্কে রক্ত ক্ষরণ বা কঠিন স্নায়ুর রোগে এই রাশির জাতক-জাতিকাদের মৃত্যুর সম্ভাবনা রয়েছে।

.