মধুচন্দ্রিমার রাতেই মধু হারাচ্ছে একুশেরা

দিন বদলের সঙ্গে সঙ্গেই বদলে যাচ্ছে মানুষের জীবন যাত্রা। বদলে যাচ্ছে রীতি-নীতি, পাল্টে যাচ্ছে পুরনো ধ্যান ধারনা। মানুষের উৎসাহ, কৌতূহল আগে যে বিষয়ের উপর সর্বাধিক থাকত '২১ শতক' সেখানে একেবারেই উৎসাহ হারাচ্ছে। ফুলসজ্জার রাত। একটা সময় দম্পতিদের মধ্যে এই একটা দিন ছিল জীবনের সব থেকে উৎসাহের। যেন নতুন কিছু আবিষ্কার করার, নতুন কিছু জানার, নতুন কিছু অভিজ্ঞতা করার সময় ছিল এই 'ফুলসজ্জার রাত'। বর্তমান শতকের নব দম্পতিরা নাকি এই দিনে কোনও উৎসাহই আর পান না। কারণ হিসেবে গবেষণায় উঠে এসেছে, অতিরিক্ত ধকল আর মদ্যপান। ওই দিনে এতটাই ব্যস্ত থাকে দম্পতি যে দিনের শেষে যৌনতা আর প্রেমে মাখো মাখো হওয়ার আকাঙ্খাটাই নাকি তাঁদের হারিয়ে যায়। যাদের মধ্যে গবেষণা হয়েছে তাঁদের অনেকে তো মনেই করতে পারছেন না, ফুলসজ্জার রাত কীভাবে কাটিয়েছিলেন তাঁরা। তবে যাদের বয়স এখন ৬০ থেকে ৭০, তাঁরা ফুলসজ্জার রাতের অভিজ্ঞতা নিয়ে এখনও উপন্যাস লিখে দিতে পারবেন, এতোটাই তরতাজা তাঁদের স্মৃতি।

Updated By: Feb 9, 2016, 05:25 PM IST
 মধুচন্দ্রিমার রাতেই মধু হারাচ্ছে একুশেরা

ওয়েব ডেস্ক: দিন বদলের সঙ্গে সঙ্গেই বদলে যাচ্ছে মানুষের জীবন যাত্রা। বদলে যাচ্ছে রীতি-নীতি, পাল্টে যাচ্ছে পুরনো ধ্যান ধারনা। মানুষের উৎসাহ, কৌতূহল আগে যে বিষয়ের উপর সর্বাধিক থাকত '২১ শতক' সেখানে একেবারেই উৎসাহ হারাচ্ছে। ফুলসজ্জার রাত। একটা সময় দম্পতিদের মধ্যে এই একটা দিন ছিল জীবনের সব থেকে উৎসাহের। যেন নতুন কিছু আবিষ্কার করার, নতুন কিছু জানার, নতুন কিছু অভিজ্ঞতা করার সময় ছিল এই 'ফুলসজ্জার রাত'। বর্তমান শতকের নব দম্পতিরা নাকি এই দিনে কোনও উৎসাহই আর পান না। কারণ হিসেবে গবেষণায় উঠে এসেছে, অতিরিক্ত ধকল আর মদ্যপান। ওই দিনে এতটাই ব্যস্ত থাকে দম্পতি যে দিনের শেষে যৌনতা আর প্রেমে মাখো মাখো হওয়ার আকাঙ্খাটাই নাকি তাঁদের হারিয়ে যায়। যাদের মধ্যে গবেষণা হয়েছে তাঁদের অনেকে তো মনেই করতে পারছেন না, ফুলসজ্জার রাত কীভাবে কাটিয়েছিলেন তাঁরা। তবে যাদের বয়স এখন ৬০ থেকে ৭০, তাঁরা ফুলসজ্জার রাতের অভিজ্ঞতা নিয়ে এখনও উপন্যাস লিখে দিতে পারবেন, এতোটাই তরতাজা তাঁদের স্মৃতি।

ব্রিটেনে ৭১১ জনের মধ্যে এই বিষয়ে গবেষণা করা হয়। আর সেখানেই উঠে এসছে এই তথ্য।

.