WhatsApp Update: বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ, আসছে সাতটি নতুন ফিচার

হোয়াটসঅ্যাপ বিটা জানিয়েছে যে তাঁরা স্টোরেজ সক্রান্ত  একটি নতুন ফিচার নিয়ে আসছে। একই সঙ্গে একটি নতুন সেকশন নিয়ে আসা হচ্ছে যেখানে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে প্রাক্তন সদস্য কারা ছিল তা দেখা যাবে। গত ২ মাসের মধ্যে যারা গ্রুপ ছেড়ে যাবে তাদেরকে দেখা যাবে। একই সঙ্গে অন্য একটি নতুন ফিচারের মাধ্যমে শুধু গ্রুপের আডমিন দেখতে পাবেন কে গ্রুপ ছেড়েছেন।

Updated By: Aug 8, 2022, 04:30 PM IST
WhatsApp Update: বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ, আসছে সাতটি নতুন ফিচার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজেদের স্মার্ট ফোনে কোনও অ্যাপের আপডেট পেতে সবাই ভালোবাসেন। এরকমই প্রচুর আপডেট আনতে থাকে হোয়াটসঅ্যাপ। কোনও আপডেটে থাকে নতুন ফিচার আবার কোনও ফিচারে থাকে ফোন থেকে বাগ থেকে বাঁচার উপায়। হোয়াটসঅ্যাপ বিটা ইনফো জানিয়েছে সাতটি নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েব সবগুলির জন্যই এই ফিচার নিয়ে আসছে তারা। ট্যুইট করে এই কথা জানিয়েছে তারা। এই ফিচারগুলির মধ্যে রয়েছে স্ট্যাটাস রিয়াকশন, লগ ইন অ্যাপ্রুভাল সহ অন্যান্য ফিচার।

হোয়াটসঅ্যাপ বিটা জানিয়েছে যে তাঁরা স্টোরেজ সক্রান্ত  একটি নতুন ফিচার নিয়ে আসছে। একই সঙ্গে একটি নতুন সেকশন নিয়ে আসা হচ্ছে যেখানে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে প্রাক্তন সদস্য কারা ছিল তা দেখা যাবে। গত ২ মাসের মধ্যে যারা গ্রুপ ছেড়ে যাবে তাদেরকে দেখা যাবে। একই সঙ্গে অন্য একটি নতুন ফিচারের মাধ্যমে শুধু গ্রুপের আডমিন দেখতে পাবেন কে গ্রুপ ছেড়েছেন।

এবার থেকে হোয়াটসঅ্যাপে কেউ স্টেটাস আপডেট করলে সেখানে আপনি ইমজি ব্যবহার করে রিয়াকশন দিতে পারবেন। এক্ষেত্রে মোট আটটি ইমোজি থাকবে আপনার ব্যবহারের জন্য। এছাড়াও ওয়েব এর জন্য বানান চেক করার ব্যবস্থাও নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।

এর পাশাপাশি সিকিউরিটি ফিচারের দিক থেকে লগ ইন অ্যাপ্রুভাল এর ব্যবস্থা করছে তারা। একই সঙ্গে একটি নতুন ব্যবস্থায় তাঁরা ফোন নম্বর লুকিয়ে রাখার অপশনও দিচ্ছেন। এবার থেকে গ্রাহক দেখতে পারবেন কাকে তিনি ফোন নম্বর দেখাতে চান।

নিষিদ্ধ ব্যবহারকারীদের তালিকার জন্য একটি পৃথক অনুসন্ধান বাক্সও থাকছে। দীর্ঘ চ্যাটের জন্য এই বিষয়টি সহায়ক হতে পারে। যেখানে অংশগ্রহণকারীরা প্রায়শই ছেড়ে যায় এবং পুনরায় যোগ দেয় সেখানে এটি খুব কাজের হবে বলে মনে করা হচ্ছে। বৈশিষ্ট্যটি ছোট ব্যবসার জন্যও সহায়ক হতে পারে যারা অভ্যন্তরীণ যোগাযোগ বা ক্লায়েন্ট সংক্রান্ত ব্যবস্থায় WhatsApp গ্রুপ ব্যবহার করেন।

আরও পড়ুন: SBI Share: মুখ থুবড়ে পড়ল এসবিআইয়ের শেয়ার, একদিনেই উধাও কোটি কোটি টাকা! এবার?

ইন-চ্যাটের মাধ্যমে শুধুমাত্র অ্যাডমিনদের গ্রুপ ছাড়ার ঘটনা সম্পর্কে অবহিত করা হবে। গ্রুপের সদস্যদের নাম যারা গ্রুপ ত্যাগ করেছে তাদেরকে শুধুমাত্র "অতীত অংশগ্রহণকারীদের" তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

সফ্টওয়্যারটি ক্রস-প্ল্যাটফর্ম, এটি যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্ড্রয়েড এবং ডেস্কটপের জন্য প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। iOS ব্যবহারকারীদের জন্য বৈশিষ্ট্যটি ইতিমধ্যেই রোল আউট করা শুরু করেছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.