দুনিয়ার নতুন রোগ এখন হোয়াটঅ্যাপিটিস

হোয়াটঅ্যাপিটিস। নতুন এই রোগের সন্ধান পেলেন স্প্যানিশ চিকিত্সক। তাঁরে কাছে এসেছিলেন ২৭ মাসের অন্তঃসত্ত্বা ৩৪ বছরের এক রোগী। সমস্যা, দুই হাতের কব্জিতে হঠাত্ ব্যাথা। অনেক ভেবে অবশেষে চিকিত্সক আবিষ্কার করলেন, ৬ ঘণ্টা ধরে টানা হোয়াটসঅ্যাপে মেসেজ করার কারণেই হাতে ব্যাথা হয়েছে রোগীর।

Updated By: Mar 28, 2014, 03:50 PM IST

হোয়াটঅ্যাপিটিস। নতুন এই রোগের সন্ধান পেলেন স্প্যানিশ চিকিত্সক। তাঁরে কাছে এসেছিলেন ২৭ মাসের অন্তঃসত্ত্বা ৩৪ বছরের এক রোগী। সমস্যা, দুই হাতের কব্জিতে হঠাত্ ব্যাথা। অনেক ভেবে অবশেষে চিকিত্সক আবিষ্কার করলেন, ৬ ঘণ্টা ধরে টানা হোয়াটসঅ্যাপে মেসেজ করার কারণেই হাতে ব্যাথা হয়েছে রোগীর।

স্পেনের হাসপাতাল জানাচ্ছে কোনওরকম ট্রমায় আক্রান্ত হননি রোগী বা অতিরিক্ত শারীরিক পরিশ্রমও করেননি তিনি। গত ২৪ ডিসেম্বর সন্ধেবেলা তাঁর কাছে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। তারপর থেকে আগামী ৬ ঘণ্টা তাঁর ১৩০ গ্রামের স্মার্টফোন হাতেই ধরা ছিল। এই ৬ ঘণ্টা ক্রমাগত নিজের দুই হাতের বুড়ো আঙ্গুলের ব্যবহার করে মেসেজ করেছেন তিনি। সেই থেকেই কব্জিতে ব্যাথা। পরীক্ষার পর চিকিত্সকরা নিশ্চিত হোয়াটঅ্যাপিটিসে আক্রান্ত হয়েছেন তিনি। পেনকিলার দেওয়ার পাশাপাশি তাঁকে নিজের ফোন ছুঁতেও নিষেধ করেছেন চিকিত্সকরা।

.