জানেন কোন রঙের গাড়ি বেশি দুর্ঘটনার কবলে পড়ে?

একটা সময় দুর্ঘটনা সেটাকেই ধরা হত, যেটা রোজ রোজ ঘটে না। কিন্তু আজকের এই দ্রুত গতির জীবনে, দুর্ঘটনার মানেই যেন বদলে গিয়েছে। প্রতিনিয়ত ঘটে যাচ্ছে দুর্ঘটনা। প্রার্থনা, পৃথিবীতে কম ঘটুক দুর্ঘটনা। কিন্তু, যা দুর্ঘটনা আজ পর্যন্ত ঘটে গিয়েছে, তারও তো একটা ইতিহাস বা বিজ্ঞান রয়েছে। সেই সব দুর্ঘটনার কথা হিসেব করে দেখা গিয়েছে যে,  লাল রঙের গাড়ি সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়ে। সাদা রঙের গাড়িতে দুর্ঘটনা তুলনায় কম ঘটে। এবার ভাবছেন তো, আপনার গাড়ির রঙ কী? সেই অনুযায়ী এখন থেকেই সাবধানতা অবলম্বন করুন কিন্তু। ঈশ্বর করুন, আপনার জীবনে যেন কোনও দুর্ঘটনা না ঘটে। কিন্তু নিজের গাড়ি কেনার সময় অন্তত এই তথ্যটা মাথায় রাখবেন। তাতে নিশ্চয়ই আপনার ভালোই হবে।

Updated By: Mar 25, 2016, 03:12 PM IST
জানেন কোন রঙের গাড়ি বেশি দুর্ঘটনার কবলে পড়ে?

ওয়েব ডেস্ক: একটা সময় দুর্ঘটনা সেটাকেই ধরা হত, যেটা রোজ রোজ ঘটে না। কিন্তু আজকের এই দ্রুত গতির জীবনে, দুর্ঘটনার মানেই যেন বদলে গিয়েছে। প্রতিনিয়ত ঘটে যাচ্ছে দুর্ঘটনা। প্রার্থনা, পৃথিবীতে কম ঘটুক দুর্ঘটনা। কিন্তু, যা দুর্ঘটনা আজ পর্যন্ত ঘটে গিয়েছে, তারও তো একটা ইতিহাস বা বিজ্ঞান রয়েছে। সেই সব দুর্ঘটনার কথা হিসেব করে দেখা গিয়েছে যে,  লাল রঙের গাড়ি সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়ে। সাদা রঙের গাড়িতে দুর্ঘটনা তুলনায় কম ঘটে। এবার ভাবছেন তো, আপনার গাড়ির রঙ কী? সেই অনুযায়ী এখন থেকেই সাবধানতা অবলম্বন করুন কিন্তু। ঈশ্বর করুন, আপনার জীবনে যেন কোনও দুর্ঘটনা না ঘটে। কিন্তু নিজের গাড়ি কেনার সময় অন্তত এই তথ্যটা মাথায় রাখবেন। তাতে নিশ্চয়ই আপনার ভালোই হবে।

এই তথ্যটি নেওয়া হয়েছে 'অসাধারণ জ্ঞান' নামের বইটি থেকে। বইটি লিখেছেন স্বরূপ দত্ত এবং পার্থ প্রতিম চন্দ্র।

.