ফাইভ পয়েন্ট সামওয়ান থেকে হাফ গার্লফ্রেন্ড, চেতনের বই মানেই সংখ্যা, কেন?
দ্য স্টোরি অফ মাই ম্যারেজ বা রেভলিউশন ২০২০ এবং অবশেষে হাফ গার্লফ্রেন্ড। চেতন ভগত্ মানেই বইয়ের নামে সংখ্যা। কেন? উত্তর খুঁজতে ভেবে বের করা হয়েছে কিছু কারণ। জেনে নিন কী সেই কারণ।
ফাইভ পয়েন্ট সামওয়ান, ওয়ান নাইট @দ্য কল সেন্টার, দ্য থ্রি মিসটেকস অফ মাই লাইফ, টু স্টেটস: দ্য স্টোরি অফ মাই ম্যারেজ বা রেভলিউশন ২০২০ এবং অবশেষে হাফ গার্লফ্রেন্ড। চেতন ভগত্ মানেই বইয়ের নামে সংখ্যা। কেন? উত্তর খুঁজতে ভেবে বের করা হয়েছে কিছু কারণ। জেনে নিন কী সেই কারণ।
কারণ ১-
নিউমেরোলজি অর্থাত্ সংখ্যাতত্বে গভীর বিশ্বাস চেতনের। বইয়ের নাম ঠিক করার আগে এই বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নেন তিনি।
কারণ ২-
চেতনের কুসংস্কারাচ্ছন্ন। ফাইভ পয়েন্ট সামওয়ান বেস্টসেলার হওয়ার পর থেকে সংখ্যার ওপর গভীর বিশ্বাস জন্মেছে তাঁর।
কারণ ৩-
তাঁর পাঠকরা সংখ্যার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন। চেতন এটা ভাল করেই জানেন। তৈরি জমি খামোখা নষ্ট করে লাভ কী?
কারণ ৪-
পাণ্ডুলিপিতে নম্বর দিয়ে ফাইল করতে গিয়ে জটিলতা কাটাতে এই ব্যবস্থা। যতই হোক আইআইটি, আইআইএমে পড়েছেন চেতন।
কারণ ৫-
তাঁর প্রাথমিক জীবনের তথ্যের ওপর নির্ভর করে বইয়ের নাম। এইভাবেই হয়তো রোল নম্বর ছিল তাঁর।
কারণ ৬-
পুরোটাই কাকতালীয়।
তবে সংখ্যার এই খেলা শুধু তাঁর ফিকশনের জন্যই। নন-ফিকশন বই হোয়াট ইন্ডিয়া ওয়ান্টসে ছিল না কোনও নম্বর। নতুন বইয়ের ক্ষেত্রেও সাফল্য পেতে সংখ্যার খেলা কতটা সাহায্য করে সেদিকেই এখন তাকিয়ে পাঠককুল।