১০৩ বছরের জন্মদিনে কেক কেটে বললেন, কাজে ব্যস্ত থাকলেই আয়ু বাড়বে

১০৩! না না, কিছুদিন আগে মুক্তি পাওয়া বাংলা ছবি রুম নম্বর ১০৩ এর কথা বলছি না।

Updated By: Oct 22, 2015, 04:46 PM IST
১০৩ বছরের জন্মদিনে কেক কেটে বললেন, কাজে ব্যস্ত থাকলেই আয়ু বাড়বে

ওয়েব ডেস্ক: ১০৩! না না, কিছুদিন আগে মুক্তি পাওয়া বাংলা ছবি রুম নম্বর ১০৩ এর কথা বলছি না।
এক ভদ্রমহিলা নিজে হাতে কেক কেটে নিজের ১০৩ বছরের জন্মদিন পালন করলেন!
ঘটনাটা ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। আর সেই "ওয়ান্ডার উওমেন" এর নাম মেরি কটার। মেরি মন্টক্লেয়ার সিনিয়র সেন্টারে রীতিমতো কাজ করেন! এই বয়সেও! সেইজন্যই তো তাঁকে বারমেইড বলা হয়।
মেরি সবাইকে নিজে হাতে জল, চা, কফি এবং স্ন্যাক্স পরিবেশন করেন। আর সবার চাই তাঁকেই। মেরি হাতে করে কোনও জিনিস পরিবেশন করলে তার স্বাদই যে বদলে যায়!


এত দিন সুস্থ সবলভাবে বেঁচে থাকার রহস্য কী? এই উত্তর জানতে চাইলে, মেরির জবাব খুব সহজ সরল এবং পরিষ্কার। বললেন,  "ব্যস্ত থাকা। মানুষ কাজে যত ব্যস্ত থাকবে, ততই তার আয়ু বাড়বে।"!
ছেলেবেলায় খুব ভাল সাঁতারু ছিলেন তিনি। পরবর্তীকালে বাচ্চাদের সাঁতারও  শেখাতেন। তারও পর মানে নিজের ৯০ বছর বয়স পর্যন্তও মেরি সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের সাঁতার শেখাতেন। এমন মানুষ ১০৩ বছর বাঁচবেন না তো কে বাঁচবেন!

 

.