বোকা বোকা পাসওয়ার্ডের তালিকা প্রকাশ, আপনার পাসওয়ার্ডটা ওই তালিকায় নেই তো!

গত বছরের ২৫টি সবথেকে সহজ ও খারাপতম পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করল ইন্টারনেট সংস্থা স্প্ল্যাশডেটা। ২০১৩ সালের লক্ষ লক্ষ চুরি হওয়া পাসওয়ার্ড থেকে এই তালিকা প্রকাশ করল স্প্ল্যাশডেটা। সাইবার ক্রাইম ক্রমাগত বাড়তে থাকলেও এখনও ইন্টারনেট ব্যবহারকারীরা `বোকাবোকা` পাসওয়ার্ড দিয়ে নিজেদের সমস্যা বাড়িয়েই চলেছেন।

Updated By: Jan 23, 2014, 06:49 PM IST

গত বছরের ২৫টি সবথেকে সহজ ও খারাপতম পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করল ইন্টারনেট সংস্থা স্প্ল্যাশডেটা। ২০১৩ সালের লক্ষ লক্ষ চুরি হওয়া পাসওয়ার্ড থেকে এই তালিকা প্রকাশ করল স্প্ল্যাশডেটা। সাইবার ক্রাইম ক্রমাগত বাড়তে থাকলেও এখনও ইন্টারনেট ব্যবহারকারীরা `বোকাবোকা` পাসওয়ার্ড দিয়ে নিজেদের সমস্যা বাড়িয়েই চলেছেন।

১. এ বছরের বোকা পাসওয়ার্ডের খেতাব অর্জন করেছে `123456`। গত বছর দ্বিতীয় স্থানে ছিল এই পাসওয়ার্ড।
২. বোকা পাসওয়ার্ডের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছে `password`।
৩. আট সংখ্যার জোরালো পাসওয়ার্ড দিতে অনেকেই বেছে নেন `12345678`। বোকা পাসওয়ার্ড তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে এই পাসওয়ার্ড।
৪. `qwerty`-এই পাসওয়ার্ডটি স্থান পেয়েছে চার নম্বরে। এমনিতে দেখতে অদ্ভুত লাগলেও কম্পিউটার কি-বোর্ডের প্রথম লাইনের প্রথম পাঁচটি অক্ষর দিয়ে তৈরি এই পাসওয়ার্ড, যা সহজেই ভেঙে ফেলা যায়।
৫. পাঁচ নম্বরে রয়েছে `abc123`। এই পাসওয়ার্ড কখনও ব্যবহার করেছেন আপনিও।
৬. এরপরই রয়েছে `123456789`।
৭. বোকা পাসওয়ার্ডের তালিকায় জায়গা পেয়েছে `111111`।
৮. `1234567`। সংখ্যার খেলায় অন্যগুলোর তুলনায় কম ব্যবহৃত হলেও এই সংখ্যাটি রয়েছে আট নম্বরে।
৯. প্রেমিকপ্রবর মানুষজন প্রায়ই পাসওয়ার্ড দিয়ে থাকেন `iloveyou`। সহজেই এই পাসওয়ার্ডের প্রেমে পড়ে যান হ্যাকাররাও।
১০. `adobe123`। এই বছরের বোকা পাসওয়ার্ডের প্রথম দশে রয়েছে এই পাসওয়ার্ডটিও।
১১. অনেক ভেবেচিন্তেও এখনও `123123` পাসওয়ার্ড থেকে বেরোতে পারনেনি ইন্টারনেট ব্যবহারকারীরা।
১২. দশজনের মধ্যে অন্তত ৩ জন পাসওয়ার্ড দেন `admin`।
১৩. পাসওয়ার্ড জোরালো করতে অনেকেই ব্যবহার করেন লম্বা পাসওয়ার্ড। সেখানেও থাকে সেই `1234567890`।
১৪. `letmein`। এবারও দেখে ভাবছেন তো এ কেমন পাসওয়ার্ড? বোকা পাসওয়ার্ডের তালিকায় রয়েছে এই পাসওয়ার্ডটিও।
১৫. বোকা পাসওয়ার্ড তালিকায় স্থান পেয়েছে `photoshop`ও।
১৬. ই-মেল, সোশ্যাল নেটওয়ার্কিং থেকে শুরু করে ফোনের পাসওয়ার্ডেও অনেকেই খুব সহজেই সকলে ব্যবহার করেন `1234`। মনে রাখা যত না সহজ, ভাঙাও ততটাই সহজ এই পাসওয়ার্ড।
১৭. `monkey`। এই পাসওয়ার্ডটি দিয়েও খুব সহজেই আপনাকে মাঙ্কি বানাতে পারেন হ্যাকাররা।
১৮. এরপরই রয়েছে `shadow`।
১৯. তালিকায় রয়েছে `sunshine`।
২০. রয়েছে `12345`।
২১. `password1`। এই পাসওয়ার্ডও জায়গা করে নিয়েছে সেরা কুড়িটি বোকা পাসওয়ার্ডের তালিকায়।
২২. এরপর আসছে হ্যাকারদের অন্যতম প্রিয় পাসওয়ার্ড `princess`। আপনারও কি প্রিয়?
২৩. জায়গা পেয়েছে `azerty`।
২৪. শেষের দিকে হলেও `trustnol1`, এই পাসওয়ার্ডটিও খুব একটা সুবিধার নয়।
২৫. অবশেষে তালিকার শেষে জায়গা পেয়েছে `000000`।

স্প্ল্যাশডেটার বিচারে বোকা পাসওয়ার্ড ২৫ তালিকায় রয়েছে এগুলোই। আপনার পাসওয়ার্ড কী?

.