YouTuber Gives A New Car As 'Tip': কাজের লোকের কাজে খুশি, আনন্দে গাড়ি উপহার দিলেন ইউটিউবার

 খুশি হয়ে লোকে কত কিছুই না দেয়। কিন্তু কাজের লোকের কাজে খুশি হয়ে আস্ত গাড়িই দিয়ে দিলেন এই ব্যক্তি। ইউটিউবার মিস্টারবিস্ট ইনস্টাগ্রামে নিজের এমনই একটি ভিডিও পোস্ট করেছেন। যা মুহূর্তে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, রেস্তোরাঁর একজন ওয়েট্রেসকে তার ব্যবসায়িক উদ্যোগের প্রচারের লোগো দিয়ে মোড়ানো একটি নতুন গাড়ি উপহার দিয়েছেন।

Updated By: Mar 31, 2023, 03:07 PM IST
YouTuber Gives A New Car As 'Tip': কাজের লোকের কাজে খুশি, আনন্দে গাড়ি উপহার দিলেন ইউটিউবার
ফোটো- ট্যুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খুশি হয়ে লোকে কত কিছুই না দেয়। কিন্তু কাজের লোকের কাজে খুশি হয়ে আস্ত গাড়িই দিয়ে দিলেন এই ব্যক্তি। ইউটিউবার মিস্টারবিস্ট ইনস্টাগ্রামে নিজের এমনই একটি ভিডিও পোস্ট করেছেন। যা মুহূর্তে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, রেস্তোরাঁর একজন ওয়েট্রেসকে তার ব্যবসায়িক উদ্যোগের প্রচারের লোগো দিয়ে মোড়ানো একটি নতুন গাড়ি উপহার দিয়েছেন।

ইউটিউবার MrBeast, যার আসল নাম জিমি ডোনাল্ডসন, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার তিনি। ফলোয়ার্সের সংখ্যাও বেশি। সোমবার আপলোড করা ৪২-সেকেন্ডের ভিডিওতে অ্যামি নামের একজন ওয়েট্রেসের কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় উপহার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন সেখানে ওয়েট্রেস অ্যামি বলেন, এখনও পর্যন্ত টিপ হিসেবে ৫০ ডলার পেয়েছিলেন একবারই। 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by MrBeast (@mrbeast)

একটি ব্ল্যাক টয়োটা উপহার দিয়েছেন মিস্টার বিস্ট। টিপস হিসেবে দেওয়া উপহারের চাবি হস্তান্তর করার সময় অ্যামিকে এই প্রশ্নও জিজ্ঞেস করা হয় যে টিপস নয়, কোনওদিন উপহার হিসেবেও গাড়ি পেয়েছিলেন কি না! মিস্টার বিস্টের একটি চকোলেট সংস্থাও রয়েছে। সেই চকোলেট কোম্পানির লোগোও রয়েছে ওই গাড়িটিতে।

এই ভিডিয়োটি প্রায় ১১ মিলিয়ন ভিউ, এক মিলিয়নেরও বেশি লাইক এবং ৮ হাজারের বেশি কমেন্ট এসেছে। যদিও এই ভিডিওটি নিয়ে সোশাল মিডিয়ায় দ্বিমত রয়েছে। অনেকে বলেছে 'শো অফ', অনেকে আবার এই কাজের প্রশংসাও করেছে।