২০১৫-তে খুন ১১০ সাংবাদিক, 'মৃত্যু উপত্যকা'র নাম ভারত

Updated By: Dec 29, 2015, 05:52 PM IST
২০১৫-তে খুন ১১০ সাংবাদিক, 'মৃত্যু উপত্যকা'র নাম ভারত

RSF-এর চাঞ্চল্যকর তথ্য। ভারতই নাকি এশিয়ার সব থেকে 'ভয়ানক' দেশ। ভারতের বহুল প্রচলিত ইংরাজী দৈনিকে এই তথ্য সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সাল ভারতে সাংবাদিকতার এক 'কালো অধ্যায়'। রিপোর্টে দাবি করা হয়েছে, ২০১৫ সালে ভারতে ১১০ জন সাংবাদিককে খুন করা হয়েছে। এশিয়ার সব থেকে ভয়ানক দেশের তালিকায় ভারত প্রথম স্থানে। এরপরই রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। ক্রাইম ও রাজনৈতিক বিষয় সংক্রান্ত খবর সংগ্রহ করতে গিয়েই খুন হন সাংবাদিকরা, দাবি RSF-নামের সংস্থার। তাঁদের আরও দাবি, 'ভারতের সরকার উচিত সাংবাদিকদের নিরাপত্তার জন্য একটি নির্দিষ্ট প্ল্যান করা'।

কর্মরত অবস্থায় খুন হতে হয় ৬৭ জন সাংবাদিককে। বাকি ৪৩ জনের খুনের আসল কারণ এখনও পর্যন্ত অজানা। এছাড়াও ৭টি সংবাদ মাধ্যমে কর্মরত প্রায় ২৭ জন সাংবাদিককে (যারা পেশাগত ভাবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নন) খুন হতে হয়।   

এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছে রাষ্ট্রসংঘও। ১১০ জন সাংবাদিকের খুনের ঘটনায় জরুরি অবস্থাকালীন ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ করেছে রাষ্ট্রসংঘ।

 

.