৭/১১ মুম্বই বিস্ফোরণে দোষী সাব্যস্ত ১২, বেকসুর খালাস ১‍

২০০৬ সালে মুম্বইয়ে ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণে দোষী সাব্যস্ত ১২ জন। বিস্ফোরণ মামলা থেকে বেকসুর খালাস ১ জন।

Updated By: Sep 11, 2015, 01:05 PM IST
 ৭/১১ মুম্বই বিস্ফোরণে দোষী সাব্যস্ত ১২, বেকসুর খালাস ১‍

ওয়েব ডেস্ক: ২০০৬ সালে মুম্বইয়ে ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণে দোষী সাব্যস্ত হল ১২ জন। বিস্ফোরণ মামলা থেকে বেকসুর খালাস পায় ১ জন। স্পেশাল মহারাষ্ট্র কন্ট্রল অফ অরগানাইজড ক্রাইম অ্যাক্ট (MCOCA) এই রায় শোনায়।

দীর্ঘ ৯ বছর পর  অবশেষে রায় ঘোষণা হল ৭/১১ বিস্ফোরণ মামলার । ২০০৬ সেই ভায়াবহ স্মৃতি আজও ভুলতে পারেননি তাঁরা।

২০০৬ সালের ১১ জুলাই রোজকার মতোই বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রিয়জনেরা। ফিরে আসেননি অনেকেই।  মুম্বইয়ের লোকাল ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় পর পর সাতটি আরডিএক্স বোমা বিস্ফোরণের বলি হন তাঁরা। মৃতের সংখ্যা ছুঁয়েছিল ১৮৮ জনের। জখম হয়েছিলেন আরও ৮২৯। ঘটনার পরেই মোট ৯ জনকে বিস্ফোরণের ঘটনায় যুক্ত থাকার দায়ে গ্রেফতার করে মুম্বই পুলিসের এটিস।

এখনও ফেরার ঘটনায় মূল অভিযুক্ত আজম চিমা সহ মোট ১৪ জন।  ৭/১১ বিস্ফোরণ মামলার বিচারপর্ব চলে টানা আট বছর ধরে রেকর্ড করা হয় প্রায়  ১৯২ জন প্রত্যক্ষদর্শীর বয়ান । প্রত্যক্ষদর্শীদের মধ্যে ছিলেন ৮ জন আইপিএস এবং ৫ জন আইএএস অফিসারও। গতবছর অগাস্টে শেষ হয় মামলার শুনানি। আজ রায় ঘোষণা হতে পারে সেই মামলার।

.