এলএসির উত্তেজনার মধ্যেই সেনার লাদাখ স্কাউটস রেজিমেন্টে যোগ দিলেন লাদাখেরই ১৩১ তরুণ
যে কোনও পাহাড়ি উচ্চতায় লড়াইয়ে দক্ষ এই রেজিমেন্টকে সাধরণত মোতায়েন করা হয় সীমান্ত প্রহরায়
নিজস্ব প্রতিবেদন: লাদাখে চিন-ভারত উত্তেজনার মধ্যেই ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিলেন লাদাখের ১৩১ যুবক। ট্রেনিং শেষে শনিবার এক অনুষ্টানের মধ্যে দিয়ে তাঁরা যোগ দেন লাদাখ স্কাউটস রেজিমেন্টে।
আরও পড়ুন-কেন্দ্রীয় স্তরে বড়সড় রদবদল বিজেপিতে, যুব-র দায়িত্বে তেজস্বী, বাদ পড়লেন রাম মাধব
ভারতীয় সেনার এই রেজিমেন্টকে স্নো ওয়ারিয়র্স বা স্নো টাইগার নামেও ডাকা হয়। যে কোনও পাহাড়ি উচ্চতায় লড়াইয়ে দক্ষ এই রেজিমেন্টকে সাধরণত মোতায়েন করা হয় সীমান্ত প্রহরায়।
#SpaweGyasgo “Gates of the Braves"!
Naturally acclimatised to Mountain Warfare the #LadakhScouts Soldiers are one of the finest in the #IndianArmy. 131 of them joined the ranks today. Watch them take oath in unison to serve the Nation! pic.twitter.com/qwF3gRavFD— PRO Udhampur, Ministry of Defence (@proudhampur) September 26, 2020
করোনা সতর্কতার কথা মাথায় রেখে আজ ওইসব তরুণ সেনানীর পরিবারকে অনুষ্টানে আমন্ত্রণ জানানো হয়নি। তবে ভারতীয় সেনার প্রথা মেনেই হল অ্যাটেসটেশন প্যারেড। উপস্থিতি ছিলেন ব্রিগেডিয়ার অরুণ সিজি ও ডেপুটি জেনারেল কমান্ডিং অফিসার।
আরও পড়ুন-একুশ যেন এগারো; কৃষি ও কৃষকই ঠিক করবে, পালাবদল না 'মমতাদি আর এক বার'?
উল্লেখ্য, ওই ১৩১ জন নতুন সেনা লাদাখের বিভিন্ন জায়গার বাসিন্দা। বর্ণময় অনুষ্ঠানে এরা দেশরক্ষায় শপথ গ্রহণ করেন। ব্রিগেডিয়ার অরুণ সিজি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রাখতে হবে। সেনার আদর্শ থেকে একচুলও নড়লে চলবে না।
ট্রেনিং শেষে সেনা বাহিনীতে যোগদানের ওই অনুষ্ঠানে প্রশিক্ষণে দক্ষতা প্রদর্শনের জন্য অনেককেই বিভিন্ন পদক দিয়ে সম্মানিত করা হয়।