পাটনায় ছট পুজোর ভিড়ে দুর্ঘটনা, মৃত ১৮

পাটনায় ছট পুজোর ভিড়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। বাঁকিপুরে আদালত গঞ্জের গঙ্গার ঘাটে এই দুর্ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে আট জন শিশু। ভিড়ের মাঝে অস্থায়ী বাঁশের সেতুর ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় শুরু হয় হুড়োহুড়ি। হুড়োহুড়িতে ভেঙে পড়ে অস্থায়ী সেতু। গঙ্গার ঘাটে তখন থিকথিক করছে ভিড়। আচমকা হুড়োহুড়ির ধাক্কা সামলাতে পারেননি অনেকেই।

Updated By: Nov 19, 2012, 09:38 PM IST

পাটনায় ছট পুজোর ভিড়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। বাঁকিপুরে আদালত গঞ্জের গঙ্গার ঘাটে এই দুর্ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে আট জন শিশু।
ভিড়ের মাঝে অস্থায়ী বাঁশের সেতুর ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় শুরু হয় হুড়োহুড়ি। হুড়োহুড়িতে ভেঙে পড়ে অস্থায়ী সেতু। গঙ্গার ঘাটে তখন থিকথিক করছে ভিড়। আচমকা হুড়োহুড়ির ধাক্কা সামলাতে পারেননি অনেকেই। একে অপরের ওপর হুমড়ি খেয়ে পড়েন। ঘাটে থাকা মানুষজন তখন প্রাণভয়ে পালাতে থাকেন। তাঁদের পায়ের চাপেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বাকিদের। পাটনার এসপি এক বিবৃতিতে ১৪ জনের মৃত্যুর কথা জানান। আহতদের পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতেদের মধ্যে অনেকের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান। এখনও পর্যন্ত অনেকেই নিখোঁজ।
ঘটনার তদন্তের  নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে রাজ্য সরকার। ঘটনায় শোক প্রকাশ করেছেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীও।
ছট পুজোকে কেন্দ্র করে প্রতি বছর লক্ষাধিক মানুষের ভিড় হয় এই ঘাটে।

.