১৬ বছরের ভারতীয় কিশোরকে ১.৪৪ কোটি টাকা বেতনের চাকরি গুগলের

Updated By: Aug 1, 2017, 07:38 PM IST
১৬ বছরের ভারতীয় কিশোরকে ১.৪৪ কোটি টাকা বেতনের চাকরি গুগলের

ওয়েব ডেস্ক: হর্ষিত শর্মা। চণ্ডীগড়ের এক ছাত্র। গুগলে চাকরি পেল সে। তবে যে সে চাকরি নয়, উচ্চবেতনের চাকরি। তাঁর বেতন বছরে ১.৪৪ কোটি টাকা। কিন্তু এই ভারতীয় কিশোরকে কেন এত বেতনের চাকরি দিল গুগল?

জানা গিয়েছে, এক বছর ট্রেনি হিসেবে গুগলে কাজ করবে হর্ষিত। ট্রেনিংয়ের সময়ে  মাসে চার লক্ষ টাকা করে স্টাইপেন্ড পাবে সে। এক বছরের এই ট্রেনিংয়ের পর ১২ লক্ষ টাকা মাসিক বেতনের চাকরি করবে ওই ছাত্র। এই মাসেই আমেরিকায় গুগলের চাকরিতে যোগ দেবে হর্ষিত।

এই প্রসঙ্গে চণ্ডীগড়ের ছাত্র হর্ষিত জানিয়েছে যে, সে মাঝে-মধ্যেই অনলাইনে চাকরির খোঁজ করত । গত মে মাসে সে এই চাকরির জন্য আবেদন করে। অনলাইনেই হয় তার ইন্টারভিউ। গত ১০ বছর ধরে তার গ্রাফিক ডিজাইনিং-এর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে । তার ডিজাইন করা পোস্টার দেখেই তাকে বেছে নেয় গুগল। জুন মাসে তার কাছে গুগলের অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে ।

খবর অনুযায়ী, গর্ভমেন্ট মডেল সিনিয়র সেকেন্ডারী স্কুল থেকে দ্বাদশ শ্রেণী পাশ করেছে হর্ষিত।

.