প্রজাতন্ত্র দিবসে ওবামার উপস্থিতি জঙ্গি হানার আশঙ্কা প্রকাশ শীর্ষ সেনা আধিকারিকের

প্রজাতন্ত্র দিবসে এদেশে আসছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামার সামনে নিজেদের উপস্থিতি জানান দিতে স্কুল, সেনা কনভয়, সাধারণ মানুষের বসতির উপর হামলা চালাতে পারে জঙ্গিরা। আজ এই সতর্কবার্তা ঘোষণা করলেন ১৬ সেনাদলের জেনেরাল অফিসার কম্যান্ডিং জেনেরাল কে এইচ সিং।

Updated By: Jan 15, 2015, 02:22 PM IST
প্রজাতন্ত্র দিবসে ওবামার উপস্থিতি জঙ্গি হানার আশঙ্কা প্রকাশ শীর্ষ সেনা আধিকারিকের
Photo courtesy: PTI

জম্মু: প্রজাতন্ত্র দিবসে এদেশে আসছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামার সামনে নিজেদের উপস্থিতি জানান দিতে স্কুল, সেনা কনভয়, সাধারণ মানুষের বসতির উপর হামলা চালাতে পারে জঙ্গিরা। আজ এই সতর্কবার্তা ঘোষণা করলেন ১৬ সেনাদলের জেনেরাল অফিসার কম্যান্ডিং জেনেরাল কে এইচ সিং।

যদিও তিনি জানিয়েছেন এই ধরণের পরিস্থিতি মোকাবিলায় সেনা সম্পূর্ণ প্রস্তুত আছে।

তিনি জানিয়েছেন পাক সেনা, আইএসআই ও জঙ্গিরা এক সঙ্গে ভারতে হানার পরিকল্পনা করছে। এই হামলার পরিকল্পনায় লস্কর-ই-তৈবার সঙ্গে তেহরিক-ই-তালিবান যোগের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

তিনি জানিয়েছেন জম্মু অঞ্চলেই এই মুহূর্তে ৮০-৯০ জন সক্রিয় জঙ্গি লুকিয়ে আছে। তবে সেনাদের জন্য এখনই কোনও আঘাত হানতে পারছে না তারা।

লেফট্যানেন্ট জেনেরাল জানিয়েছেন এলওসি বরাবর অন্তত ২০০জন জঙ্গি ওঁত পেতে আছে।

তাঁর মতে যেহেতু, এলওসি বরাবর সেনা টহলদারি অনেকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে তাই জঙ্গিরা চেষ্টা করবে নেপালের মত প্রতিবেশী দেশ থেকে এদেশে প্রবেশ করার।

 

.