দিল্লিতে প্রহৃত অসমের এক পড়ুয়া
দক্ষিণ দিল্লির আমার কলোনির বাসিন্দাদের হাতে প্রহৃত হল ২১ বছরের এক অসমের এক পড়ুয়া। মদ্যপ অবস্থায় নিজের বাড়ি ভেবে ভুল করে অন্য একজনের বাড়ির তালা ভাঙার সময় তাকে ধরে ফেলে ওই এলাকার বাসিন্দারা। অভিযোগ, এরপরেই ওই পড়ুয়াকে বেধড়ক মারধর করা হয়। অসমের গুয়াহাটির বাসিন্দা আরবাজুদ্দিন নামের ওই ছাত্র গত ২ বছর ধরে দিল্লিতে বসবাস করছেন।
নয়া দিল্লি: দক্ষিণ দিল্লির আমার কলোনির বাসিন্দাদের হাতে প্রহৃত হল ২১ বছরের এক অসমের এক পড়ুয়া। মদ্যপ অবস্থায় নিজের বাড়ি ভেবে ভুল করে অন্য একজনের বাড়ির তালা ভাঙার সময় তাকে ধরে ফেলে ওই এলাকার বাসিন্দারা। অভিযোগ, এরপরেই ওই পড়ুয়াকে বেধড়ক মারধর করা হয়। অসমের গুয়াহাটির বাসিন্দা আরবাজুদ্দিন নামের ওই ছাত্র গত ২ বছর ধরে দিল্লিতে বসবাস করছেন।
পুলিস জানিয়েছে ওই পড়ুয়ার পা ও চোয়ালের হাড় ভেঙে গেছে। গত ৫ মার্চ আরবাজ্জুদিন মদ্যপ অবস্থায় আমার কলোনিতে ফিরে এসে ভুল বশত নিজের বাড়ি ভেবে অন্য একজনের বাড়ির তালা খোলার চেষ্টা করে। যখন
ইতিমধ্যে, শব্দ শুনে বাড়িটির আসল মালিক ও পাড়া, প্রতিবেশী ঘুম থেকে জেগে ওঠেন। আরবাজ্জুদ্দিনকে চোর ভেবে তাঁর উপর চড়াও হন তাঁরা। স্থানীয়রাই রাত দেড়টা নাগাদ পুলিসকে ফোন করে জানায় যে তারা একজন চোরকে ধরেছে। এরপর পুলিসের একটি দল ঘটনাস্থলে ছুটে যায় ও প্রহৃতকে হাসপাতালে ভর্তি করে।
আরবাজুদ্দিন ওই অঞ্চলেরই বাসিন্দা। তার বাড়িটিও একই ধরণের একটি বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে। পুলিস জানিয়েছে মদ্যপ অবস্থায় থাকার কারণেই সম্ভবত নিজের বাড়ি চিনতে ভুল করেছিল সে।
আরবাজুদ্দিনের বয়ানের ভিত্তিতে একটি মামলা দায়ের করেছে পুলিস। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে উভয়পক্ষের অভিযোগই খতিয়ে দেখা হবে বলে পুলিস জানিয়েছে।