সাত সকালে ভূমিকম্প, কেঁপে উঠল মহারাষ্ট্র
দিল্লির পর মহারাষ্ট্র। ভূমিকম্পে কেঁপে উঠল সাঁতারা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪।
নিজস্ব প্রতিবেদন : দিল্লির পর মহারাষ্ট্র। ভূমিকম্পে কেঁপে উঠল সাঁতারা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪।
রিপোর্টে প্রকাশ, শুক্রবার সকাল হতে না হতেই আচমকা কম্পন অনুভূত হয় মহারাষ্ট্রের সাঁতারায়। আতঙ্কের জেরে মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসতে শুরু করেন। তবে ওই ঘটনায় হতাহতের খবর মেলেনি বলে জানা যাচ্ছে।
Earthquake measuring 3.4 on the Richter scale hits Maharashtra's Satara
— ANI (@ANI) February 2, 2018
এদিকে গত বুধবার দুপুর ১২.৪২ মিনিট নাগাদ গোটা উত্তরভারত জুড়ে প্রবল ভূমিকম্প অনুভূত হয়। যার জেরে কেঁপে ওঠে শ্রীনগর থেকে দিল্লি। রিখটার স্কেলে ওইদিন কম্পনের মাত্রা ছিল ৬.১।
জানা যায়, ওইদিন কম্পনের উপকেন্দ্র ছিল পূর্ব আফগানিস্থানের হিন্দুকুশ পর্বতমালা।