পাক-জয়ে উচ্ছ্বাস, ধৃত ৩ কাশ্মীরি পড়ুয়ার নামে দেশদ্রোহ মামলা, জানালেন Yogi
কাশ্মীরি ছাত্রদের গ্রেফতারির ঘটনায় সমালোচনা করেছেন মেহবুবা মুফতি।
নিজস্ব প্রতিবেদন: টি-২০ বিশ্বকাপে ভারতকে পাকিস্তান হারানোর পর উচ্ছ্বাস প্রকাশের অভিযোগে ৩ কাশ্মীরি ইঞ্জিনিয়ারিং ছাত্রকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিস। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে দেশদ্রোহিতার ধারায় মামলা দায়ের হবে।
ধৃত ৩ জন আগরার রাজা বলবন্ত সিং কলেজের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। আরশাদ ইউসুফ ও ইনায়াত অলতাৎ শেষ তৃতীয় বর্ষে পড়াশুনো করে। চতুর্থ বর্ষের ছাত্র শওকত আহমেদ। সাইবার সন্ত্রাস ও দুই ধর্মের মধ্যে শত্রুতায় উস্কানি দেওয়ার মতো ধারা আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। ধৃতদের বিরুদ্ধে দেশদ্রোহের ধারা যুক্ত করার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর অফিস থেকে টুইট করা হয়েছে,''যারা পাকের জয়ে উৎসব করছে তাদের বিরুদ্ধে দেশদ্রোহ ধারায় মামলা দায়ের হবে।''
पाक की जीत का जश्न मनाने वालों पर देशद्रोह लगेगा: मुख्यमंत्री श्री @myogiadityanath जी महाराज pic.twitter.com/34DEij8y3t
— Yogi Adityanath Office (@myogioffice) October 28, 2021
কাশ্মীরি ছাত্রদের গ্রেফতারির ঘটনায় সমালোচনা করেছেন মেহবুবা মুফতি। তাঁদের মুক্তি দেওয়ার দাবি করেছেন। মেহবুবার কথায়,''জম্মু-কাশ্মীরের কণ্ঠরোধের ২ বছর কাটার পর চোখ খোলা উচিত ভারত সরকারের। তারা ভুল শোধরাক। ভারতের মূল আদর্শের পরিপন্থী বিজেপির ছদ্ম দেশপ্রেম।''
আরও পড়ুন- উত্তরাখণ্ডে দুর্ঘটনার শিকার বাঙালিদের জন্য Modi-র কাছে আর্থিক সাহায্য চাইলেন Babul
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)