মথুরায় মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিন

মথুরায় মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল তিন। আহত হয়েছেন বারো জনের বেশি দর্শনার্থী। রাধাষ্টমী উপলক্ষ্যে মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। মন্দির থেকে বেরনোর সময় আচমকা হুড়োহুড়ি পড়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। যদিও পুলিস প্রশাসনের পক্ষ থেকে পদপিষ্ট হয়ে মৃত্যুর খবর অস্বীকার করা হয়েছে।

Updated By: Sep 24, 2012, 03:07 PM IST

মথুরায় মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল তিন। আহত হয়েছেন বারো জনের বেশি দর্শনার্থী। রাধাষ্টমী উপলক্ষ্যে মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। মন্দির থেকে বেরনোর সময় আচমকা হুড়োহুড়ি পড়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। যদিও পুলিস প্রশাসনের পক্ষ থেকে পদপিষ্ট হয়ে মৃত্যুর খবর অস্বীকার করা হয়েছে।     
মথুরার বারসানায় লাডলি জি মন্দিরে প্রচুর ভক্তসমাগম হয়েছিল রবিবার। রাধাষ্টমী উপলক্ষ্যে বহু দূরদূরান্ত থেকে ভক্তেরা আসেন। কিন্তু গোলমাল শুরু হয় তাঁরা দর্শনের পর বেরিয়ে যাওয়ার সময়। প্রচণ্ড ভিড়ের কারণে বেরোবার গেটে হুড়োহুড়ি পড়ে যায় বলে অভিযোগ। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় কয়েকজনের। মন্দিরেই মারা যান বেরিলির বাসিন্দা ষাট বছরের মালিনী দেবী এবং বছর বিয়াল্লিশের কুসুম দেবী। তিনি ফরিদাবাদের বাসিন্দা ছিলেন। পরে জেলা হাসপাতালে মৃত্যু হয় দীপক নামে আরও এক ব্যক্তির।  
  
হুড়োহুড়িতে অসুস্থ হয়ে পড়েন বহু দর্শনার্থী। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও মন্দির চত্বরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা মানতে চায়নি পুলিস। তাঁদের দাবি, প্রায় একশোটি সিঁড়ি চড়ার ফলে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে দুই মহিলার।  
 

.