Covid 19: বাড়ছে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা; দেশে একদিনে আক্রান্ত ৩১৫৭, মৃত ২৬

গত ২৪ ঘন্টায় দেশে মোট ২,৯৫,৫৮৮ টি কোভিড -১৯ স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে

Updated By: May 2, 2022, 10:38 AM IST
Covid 19: বাড়ছে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা; দেশে একদিনে আক্রান্ত ৩১৫৭, মৃত ২৬

নিজস্ব প্রতিবেদন: সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ৩,১৫৭ টি নতুন কোভিড -১৯ সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। ভারতের মোট সংক্রমণ বেড়ে ৪,৩০,৭৯,১৮৮ হয়েছে। সক্রিয় কেসলোড বেড়ে ১৯,৫০০ হয়েছে।

ভারতে আজ ২৬ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা হয়েছে ৫,২৩,৮৬৯ । দেশে একদিনে ২,৭২৩ জন আরোগ্যলাভ করেছে বলেও জানা গেছে।

 

এই রোগ থেকে আরোগ্যলাভ করা লোকের সংখ্যা বেড়ে হয়েছে ৪,২৫,৩৮,৯৭৬। দেশে মৃত্যুর হার ১.২২ শতাংশ বলে জানা গেছে।

২৪ ঘন্টার ব্যবধানে সক্রিয় কোভিড -১৯ কেসলোডে ৪০৮ টি সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। মন্ত্রক আরও জানিয়েছে যে সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.০৫ শতাংশ। কোভিড -১৯ থেকে আরোগ্যলাভের জাতীয় হার ৯৮.৭৪ শতাংশ বলে জানানো হয়েছে।

দৈনিক সংক্রমণের হার ১.০৭ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ০.৭০ শতাংশ বলে জানা গেছে।

আরও পড়ুন: Tripura: আক্রান্ত সুদীপ রায় বর্মণের ড্রাইভার এবং নিরাপত্তারক্ষী, দুষ্কৃতিদের গ্রেফতারির দাবিতে সরব Congress

সোমবার সকাল পর্যন্ত দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান অভিযানের অধীনে ১৮৯.২৩ কোটির বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে।

গত ২৪ ঘন্টায় দেশে মোট ২,৯৫,৫৮৮ টি কোভিড -১৯ স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.