বিহারে কার্তিক পূর্ণিমার স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত ৪

Updated By: Nov 4, 2017, 11:24 AM IST
বিহারে কার্তিক পূর্ণিমার স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত ৪

নিজস্ব প্রতিবেদন : কার্তিক পূর্ণিমার স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত ৪। আহত অন্তত ১০। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাই জেলার সিমারিয়া নদী ঘাটে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

পুলিস সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঘাটে পুণ্যস্নান করতে উপস্থিত হয়েছিলেন কয়েক হাজার মানুষ। হঠাত্ই সেখানে সেখানে গুজব ছড়ায়। আর তাতেই হুড়োহুড়ি পড়ে ঘাটে। ছুটতে গিয়ে অনেকেই পড়ে যান। তাদের মাড়িয়ে চলে যান অন্যরা। তবে, কোন গুজবের জেরে হুড়োহুড়ি শুরু হল তা এখনো জানতে পারেনি পুলিস।

এদিকে, ঘটনার পর উদ্ধারকারী দল ও স্থানীয়রা মৃত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে  বলে ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টের রায়ে অন্ধকারে কয়েক হাজার ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ভবিষ্যত্

.