বন্যা বিধ্বস্ত আসামে বিপর্যস্ত ৪ লাখ মানুষ
বন্যা বিধ্বস্ত আসাম। বিপদসীমার উপর দিয়ে বইছে বহু নদী। জলের তলায় কাজিরাঙা জাতীয় উদ্যানের বিস্তীর্ণ অঞ্চল। বিপর্যস্ত রাজ্যের প্রায় ৪ লাখ মানুষ। যুদ্ধকালীন তত্পরতায় চলছে ত্রাণ ও উদ্ধারকাজ।
ওয়েব ডেস্ক : বন্যা বিধ্বস্ত আসাম। বিপদসীমার উপর দিয়ে বইছে বহু নদী। জলের তলায় কাজিরাঙা জাতীয় উদ্যানের বিস্তীর্ণ অঞ্চল। বিপর্যস্ত রাজ্যের প্রায় ৪ লাখ মানুষ। যুদ্ধকালীন তত্পরতায় চলছে ত্রাণ ও উদ্ধারকাজ।
নাগাড়ে বৃষ্টিতে আসামের ১৩টি জেলায় দেখা দিয়েছে বন্যা। বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র। গুয়াহাটি ও উত্তর গুয়াহাটির মধ্যে ফেরি চলাচল বন্ধ। নলবাড়ি জেলায় প্রায় ৪০০ জন পড়ুয়াকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে বিপর্যয় মোকাবিলা দল। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি করিমগঞ্জ, লখিমপুর, গোলাঘাট। ১০৮টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে কমপক্ষে ২৪ হাজার মানুষ।
আরও পড়ুন, যে যে ক্ষেত্রে আপনাকে আধারের সঙ্গে PAN লিংক করতে হবে না