জ্বালানির মূল্যবৃদ্ধি, GST ব্যবস্থার বিরোধিতায় আজ ভারত বনধ, কোথায় প্রভাব জানুন

দেশজুড়ে এই বনধের ডাক দিয়েছে, কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স।

Updated By: Feb 26, 2021, 09:31 AM IST
জ্বালানির মূল্যবৃদ্ধি, GST ব্যবস্থার বিরোধিতায় আজ ভারত বনধ, কোথায় প্রভাব জানুন
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: জ্বালানির মূল্যবৃদ্ধি, জিএসটি ব্যবস্থা, ই-ওয়ে বিলের বিরোধিতাসহ একাধিক দাবিতে আজ ভারত বনধ। দোকানপাট বন্ধ থাকার পাশাপাশি বন্ধ পণ্য পরিবহন ব্যবস্থা। চলবে না কোনও পণ্যবাহী গাড়ি।

দেশজুড়ে এই বনধের ডাক দিয়েছে, কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই বনধকে সমর্থন জানিয়েছে। চাক্কা জ্যামের ডাক দেওয়া হয়েছে এই সংগঠনের তরফে। 

আরও পড়ুন:  Puducherry-তে President's Rule, প্রতিবাদে কংগ্রেস

তাদের দাবি, প্রত্যেকটি রাজ্যস্তরের পরিবহণ সংগঠন এই বনধকে সমর্থন করেছে। দেশজুড়ে প্রায় ১৫০০ জায়গায় ধরনা-অবস্থানের ডাক দেওয়া হয়েছে। ভারত বনধে যে সংগঠনগুলি অংশ নিচ্ছে তাদের আওতাধীন বাজার আজ বন্ধ। এই বনধকে সমর্থন জানিয়েছে প্রায় ৪০ হাজার ব্যবসায়ী সমিতি।

ছোট ব্যবসায়ী, হকারসহ অন্যান্যরাও এই বনধে সামিল বলে জানিয়েছে ট্রেডার্স সংগঠন। তবে জরুরি পরিষেবা যেমন ওষুধের দোকান, দুধ বা সবজি বাজার বনধের আওতার বাইরে। ব্যাঙ্ক পরিষেবার ওপরেও কোনও প্রভাব পড়বে না বলেই দাবি আন্দোলনকারীদের। যদিও এখনও সার্বিকভাবে বনধের কোনও প্রভাব চোখে পড়েনি। বেলা বাড়লেই তা স্পষ্ট হবে। 

.