ফের রেকর্ড! দেশে মোট করোনা আক্রান্ত ৪.২৫ লাখ,একদিনে মৃত ৪৪৫

স্বাস্থ্য মন্ত্রকের  ২২ জুনের তথ্য অনুযায়ী সারা দেশে সক্রিয় করোনা আক্রান্তর সংখ্য়া ১ লক্ষ ৭৪ হাজার ৩৮৭। নোভেল হানায় এপর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন ১৩ হাজার ৬৯৯ জন।

Updated By: Jun 22, 2020, 03:43 PM IST
ফের রেকর্ড! দেশে মোট করোনা আক্রান্ত ৪.২৫ লাখ,একদিনে মৃত ৪৪৫

নিজস্ব প্রতিবেদন:গত ২৪ ঘন্টায় রেকর্ড ৪৪৫ জনের মৃত্যু। নোভেল করোনা, এই মারণ ভাইরাসের থাবায় জর্জরিত গোট দেশ। মৃত্যু মিছিলে হু হু করে লোক বাড়ছে। কিছু সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সারা দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার ছাড়িয়েছে।
সারা বিশ্বে করোনা বিধ্বস্ত দেশ গুলির মধ্যে ভারতের স্থান চতুর্থ। স্বাস্থ্য মন্ত্রকের  ২২ জুনের তথ্য অনুযায়ী সারা দেশে সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৭৪ হাজার ৩৮৭। নোভেল হানায় এপর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন ১৩ হাজার ৬৯৯ জন।
তবে আশার আলো সুস্থ হওয়ার হারে। এপর্যন্ত সারা দেশে নোভেল জয় করেছেন ২ লক্ষ ৩৭ হাজার ১৯৫ জন। সুস্থ হওয়ার হার ৫৫.৭৭ শতাংশ। এই মুহুর্তে সক্রিয় আক্রান্তর থেকে সুস্থর সংখ্যা বেশি। এই সুখবর ১৩০ কোটি মানুষের দেহে বাড়তি অক্সিজেন জোগাচ্ছে।

আরও পড়ুন: লাদাখ সংঘর্ষ: 'নিজেকে ঢাকতে মিথ্যে বলছেন প্রধামন্ত্রী', তোপ পূর্বসূরীর

দেশে করোনার সবচেয়ে বড় হটস্পট মহারাষ্ট্র। ঠাকরে রাজ্যে করোনা আক্রান্ত ১ লক্ষ ২৮ হাজার ২০৫। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ হাজার ১৫৩ জন। প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৯৮৪।
এরপরেই বেহাল তামিলনাড়ু। সে রাজ্যে করোনার শিকার ৫৬ হাজার ৮৪৫ জন। সুস্থ হয়েছেন ৩১ হাজার ৩১৬ জন। তবে মৃত্যু এখানে অনেকংশেই কম। প্রাণ হারিয়েছেন ৭০৪ জন।
তৃতীয় স্থানে দিল্লি। রাজধানীতে কোভিড পজিটিভ ৫৬ হাজার ৭৪৬। কিন্তু মৃত্যুতে তামিলনাড়ুকে ছাপিয়ে গিয়েছে কেজরীবালের দিল্লি। সেখানে মোট মৃত্যু ২ হাজার ১১২।

.